ধনতেরাসের আগেই বাড়ল সোনার দাম! চিন্তিত ক্রেতা ও বিক্রেতারা , জানুন আজকের রেট

Published on:

Published on:

Gold Price market up middle class worries increase during Puja after seeing today's rate

বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত বাড়ছে সোনার দাম (Gold Price)। হলুদ ধাতুর দাম বৃদ্ধি পাওয়ার ফলে যথারীতি মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। তার ওপর সামনে ধনতেরাস। সেই সময় বহু মানুষ সোনা ও রুপোর গহনা কেনেন। কিন্তু সোনার দাম বৃদ্ধি পাওয়া ধনতেরাসে সোনা অথবা রুপো কেনার জন্য ভাবছে যথারীতি মধ্যবিত্তরা। আপনিও যদি ধনতেরাসের আগে অথবা ধনতেরাস সময় সোনা বা কেনার কথা ভাবেন তাহলে একবার আজকের হলুদ ধাতুর দাম দেখে নিন।

বুধবার বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখুন (Gold Price)

উৎসবের মরশুমে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লাখেথ গণ্ডিতে। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার। এক নজরে আজকের রেট দেখে নিন (Gold Price)।

Gold Price market up middle class worries increase during Puja after seeing today's rate

আরও পড়ুন: ফ্যাটি লিভার? এই তিন ঘরোয়া পানীয় উপকারে আসবে, চিকিৎসকদের মতামত

বুধবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৪৬০টাকা (+১৯০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৪৬০০টাকা (+১৯০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২০৫৫ টাকা (+২০০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২০৫৫০টাকা (+২০০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১৯৯৫টাকা (+২০০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১৯৯৫০টাকা (+২০০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫০২৫(+৯৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫০২৫০(+৯৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫০১৫টাকা (+৯৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫০১৫০টাকা (+৯৫০)।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না (Gold Price)।