বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক মাসে হু হু করে বেড়েছে সোনার দাম (Gold Price)। মাঝে লাখ টাকা ছাড়িয়ে গিয়েছিল হলুদ ধাতুর দর। বিয়ের মরশুমে কার্যত মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। কিন্তু অগাস্টে সেই চিত্রটা কিছুটা হলেও বদলেছে। বেশ খানিকটা কমেছে সোনার দাম। টানা ছয় দিন ধরে সোনাম দাম (Gold Price) দেখা গিয়েছে পড়তির দিকে। তাই পুজোর আগে আশায় বুক বাঁধছেন ক্রেতারা।
অগাস্টে কমেছে সোনার দাম (Gold Price)
অগাস্টের শুরু থেকেই বেশ খানিকটা কম রয়েছে সোনার দাম (Gold Price)। গত ৯ ই অগাস্ট ২২ ক্যারাট অর্থাৎ গয়না সোনার দাম ছিল ৯৬ হাজার ১৫০ টাকা। প্রায় ২৫০ টাকা দর কমেছিল সোনার। তারপর থেকেই কমতে শুরু করে দর। ১৬ ই অগাস্ট পর্যন্ত সোনার দামে (Gold Price) দেখা গিয়েছিল পতন। বিশেষ করে ১২ তারিখ সর্বোচ্চ ৮০০ টাকা কমে দর।
কী কারণে কমছে দর: বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে আরও কিছুটা কমতে পারে হলুদ ধাতুর দাম। মূলত বিশ্বজুড়ে রাজনৈতিক এবং বাণিজ্যিক অস্থিরতা সোনার দামে (Gold Price) প্রভাব ফেলছে। এর জেরেই কমছে দর। বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হার নিয়ে বিতর্ক, মার্কিন মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে সোনার দাম (Gold Price) কমছে। এমন পরিস্থিতি চললে সেপ্টেম্বরেও সোনার দামে অস্থিরতা দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : বাঙালির রসনাপূর্তিতে ‘ভিলেন’ বৃষ্টি, পুজোয় ইলিশের স্বাদ থেকে বঞ্চিতই থাকতে হবে বাঙালিকে?
সোনার দামে পড়ছে প্রভাব: বিশেষজ্ঞ মহলের মতে, ডোনাল্ড ট্রাম্পের জন্য মার্কিন অর্থনীতিতে মন্দা আসতে পারে। উপরন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। তার জেরে ইউরোপ আমেরিকার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের আভাস দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে সোনার দামে (Gold Price) প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি যদি আরও জটিল হয় তবে সোনার দাম কিন্তু ফের বাড়তে পারে।
আরও পড়ুন : মেট্রোর বদলে শহরজুড়ে চলবে এসি লোকাল ট্রেন? দুই রেকের মধ্যে কী পার্থক্য জানেন!
দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। জিএসটিতে বড়সড় বদল আসতে পারে। বদলাতে পারে সোনার উপরে জিএসটির হারও। বর্তমানে সোনার উপরে তিন শতাংশ জিএসটি রয়েছে। আর মেকিং চার্জের উপরে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়। এই সূচক যদি কমে তবে পুজোর সময় সোনার দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।