বাংলা হান্ট ডেস্কঃ আর এক মাসও বাকি নেই দুর্গাপুজোর। তার আগে হুড়মুড়িয়ে বাড়ছে সোনার দাম (Gold Price)। উৎসবের মরসুমে ঊর্ধ্বমুখী হলুদ ধাতু। রিপোর্ট বলছে চলতি বছরে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সোনার দাম অন্তত ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার কত হল হলুদ ধাতুর দর? বাড়ল নাকি খানিক স্বস্তি? জেনে নিন।
একনজরে সোনা ও রুপোর দাম | Gold Price
আজ ১৩ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এদিন হল ১১ হাজার ১২৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম সোনা কিনতে খরচ হবে লক্ষ ১১ হাজার ২৯০ টাকা। আর ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ১১ লক্ষ ১২ হাজার ৯০০ টাকা। একদিনেই প্রায় ১০০ টাকা বেড়েছে দাম।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। শনিবারও দেশজুড়ে খাঁটি সোনার দাম এক লক্ষ টাকার উপরে।
আজ শনিবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম হল ১০ হাজার ২০১ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ১ লক্ষ ২ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ২০ হাজার ১০০ টাকা। আর ১৮ ক্যারাট সোনার দাম কত হল? সেটাও কী মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে?
১৮ ক্যারেটের সোনার দামও লাগাতার বেড়েই চলেছে। এদিন ১ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দাম হল ৮ হাজার ৩৪৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৮৩ হাজার ৪৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৮ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা।
আরও পড়ুন: সবে শেষ হয়েছে DA মামলার শুনানি, এরই মধ্যে বড় আপডেট সামনে, কী আছে সরকারি কর্মীদের ভাগ্যে?
বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আবহে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। এদিকে সোনার দামের পাশাপাশি রুপোর দামও বেড়েছে এদিন। ১৩ সেপ্টেম্বর শনিবার ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১০০ টাকা।