বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে সোনার দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের। সামনেই বিয়ের সিজেন। তার আগে ধনতেরাসে সর্বকালের রেকর্ড দাম ছুঁয়েছিল সোনা (Gold Price)। আগামীকাল রয়েছে দীপাবলি। তার আগে আজ কি ফের বাড়ল সোনার দাম? নাকি কিছুটা স্বস্তি দিয়ে সস্তা হল সোনা? দেখে নিন আজকের চার্ট। (Gold Price)
দীপাবলির আগে সস্তা সোনা | Gold Price
দীপাবলির আগের দিন কমলো সোনার দাম। রবিবার নতুন করে আর ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম বাড়েনি। বরং কমেছে। আজ, ১৯ অক্টোবর শহর কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১২২৮৫ টাকা। আর শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১২২৮৫০ টাকা। আজ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ১২২৮৫ টাকা। যা গতকালের তুলনায় (-১.৮০) শতাংশ কমেছে।
এদিন কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়াল ১২৯২৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১২৯২৫ টাকা। উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।
এদিনও দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ টাকার উপরে। এদিন ২৪ ক্যাঃ পাকা সোনার বাট এক গ্রাম ১২৮৬০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার ব্যাট ১২৮৬০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আবহে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান।
আরও পড়ুন: উল্টে যাবে সব হিসেব? একসঙ্গে SSC-র ৩৭টি মামলার শুনানি সুপ্রিম কোর্টে, সামনে বিরাট আপডেট
তবে একদিন সোনার দাম একধাক্কায় অনেকটা বাড়লেও এদিন কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। সোনার পাশাপাশি এদিন স্বস্তি দিয়েছে রুপোও। ১৯ অক্টোবর ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭০৭৫০ টাকা।