পতন প্রায় ৩৪ হাজার টাকা! ভাইফোঁটার আগে হু হু করে কমল সোনা-রুপোর দাম, এই সুযোগ আর আসবে না…

Published on:

Published on:

gold price(8)

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মধ্যেই পর পর তিন দিন কমল সোনার দাম। ভাইফোঁটার আগের দিন ফের সোনার দাম কমল। টানা তৃতীয় দিনের মতো আজ সোনার দাম কমেছে। দীপাবলির পর ব্যাপক পতন হলুদ ধাতুর দামে। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে সস্তা হল সোনা। আজ ১ গ্রাম হলুদ ধাতু কিনতে কত টাকা ব্যয় হবে? দেখে নিন রেট চার্ট। (Gold Price)

দীপাবলির পরে সস্তা সোনা | Gold Price

ভাইফোঁটার আগের দিন সোনার দামে বিরাট পতন। বুধবার আর ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম কমেছে। আজ, ২১ অক্টোবর ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১ হাজার ৬৬০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৬৬০০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম ৩১০০ টাকা দাম কমেছে। ১০০ গ্রাম সোনার দাম হল ১১ লক্ষ ৬৬ হাজার টাকা। মোট ৩১ হাজার টাকা দাম কমেছে আজ।

Gold Price

একইভাবে ২৪ ক্যারাট সোনার দামও হ্রাস পেয়েছে। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১২ হাজার ৭২০ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ২৭ হাজার ২০০ টাকা। দাম কমেছে ৩৩৮০ টাকা। আর এদিন ২৪ ক্যারাট সোনার ১০০ গ্রামের দাম ১২ লক্ষ ৭২ হাজার টাকা। একইদিনে ৩৩ হাজার ৮০০ টাকা দাম কমম।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। দাম কমলেও এদিনও দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ টাকার উপরে।

Gold Price

যদিও বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। তবে এদিনও একধাক্কায় অনেকটা কমেছে হলুদ ধাতুর দর।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া ‘গেম’ শুরু! শীত নয়, ছাতা নিয়ে রেডি থাকুন

বুধবার ২২ অক্টোবর সোনার পাশাপাশি এদিন স্বস্তি দিয়েছে রুপোও। ২২ অক্টোবর ১ কেজি রুপোর দাম হয়েছে ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৬২ হাজার টাকা। একদিনে ২০০০ টাকা দাম কমেছে রুপোর ক্ষেত্রে।