ফের দাম বাড়ছে সোনা-রুপোর, রবিবার বাজারে ১০ গ্রাম হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

gold price(9)

বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলি, ভাইফোঁটার পর বেশ খানিকটা কমেছিল সোনার দাম। কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল মধ্যবিত্ত। কিন্তু এবার উর্দ্ধমুখী হলুদ ধাতুর দাম। সাধারণ মানুষের পকেটে অস্বস্তি বাড়িয়ে ফের দাম বাড়ল সোনার। আজ ১ গ্রাম হলুদ ধাতু কিনতে কত টাকা ব্যয় হবে? দেখে নিন রেট চার্ট। (Gold Price)

ফের দাম বাড়ছে সোনার | Gold Price

টানা কমার পর এবার উর্দ্বমুখী সোনার দাম। রবিবার ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে। আজ, ২৬ অক্টোবর ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৮০০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৮০০০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম ১৩০০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম হল ১১ লক্ষ ৮০ হাজার টাকা।

একইভাবে ২৪ ক্যারাট সোনার দামও বৃদ্ধি পেয়েছে। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১২৪১৫ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১২৪১৫০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ১৪০০ টাকা। আর এদিন ২৪ ক্যারাট সোনার ১০০ গ্রামের দাম ১২৪১৫০০ টাকা।

gold price(7)

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। এদিনও দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ টাকার উপরে। যা মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। তবে এদিনও একধাক্কায় অনেকটা কমেছে হলুদ ধাতুর দর।

Gold Price

আরও পড়ুন: কর্বত্যে গাফিলতি হলেই আইনানুগ ব্যবস্থা, রাজ্যের সরকারি কর্মীদের জন্য জারি কড়া নির্দেশিকা

রবিবার ২৬ অক্টোবর সোনার পাশাপাশি এদিন দাম বেড়েছে রুপোরও। ১০০ গ্রাম রুপো ১৫০২৫। এদিন ১ কেজি রুপোর দাম হয়েছে ১ লক্ষ ৫০ হাজার, ২৫০ টাকা।