বাংলা হান্ট ডেস্কঃ আজ মহাচতুর্থী। দুর্গাপুজোর শুরু। আর সোনা ছাড়া বাঙালির পুজোর সাজ যে অপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। আর এই শুভ দিনেই ক্রেতাদের অস্বস্তি আরও বাড়িয়ে সোনার দাম (Gold Price) ফের বাড়ল। গতকালের পর আজকে ফের হলুদ ধাতুর দামে বৃদ্ধি। আজ শুক্রবার কত হল হলুদ ধাতুর দর? জেনে নিন।
একনজরে সোনার দাম দেখুন | Gold Price
আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এদিন হল ১১,৪৮৮ টাকা। ২৪ ক্যারাট ৮ গ্রাম সোনার দাম ৯১ হাজার ৯০৪ টাকা। আর ৪৪০ টাকা বেড়ে ১০ গ্রাম সোনার দাম এদিন দাঁড়াল ১ লাখ ১৪ হাজার ৮৮০ টাকায়।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। শনিবারও দেশজুড়ে খাঁটি সোনার দাম এক লক্ষ টাকার উপরে।
আজ শুক্রবার ২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম হল ১০ হাজার ৫৩০ টাকা। ৮ গ্রাম সোনার দাম বেড়ে হল ৮৪ হাজার ২৪০ টাকা। আর প্রতি ১০ গ্রাম সোনার দাম হল ১ লাখ ৫ হাজার ৩০০ টাকা। আর ১৮ ক্যারাট সোনার দাম কত হল? সেটাও কী মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে?
১৮ ক্যারেটের সোনার দামও লাগাতার বেড়েই চলেছে। এদিন ১ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দাম হল ৮ হাজার ৬১৬ টাকা। ৮ গ্রাম সোনার দাম হল ৬৮ হাজার ৯২৮ টাকা। এর ৩৩০ টাকা বেড়ে ১০ গ্রাম সোনার দাম ৮৬ হাজার ১৬০ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আবহে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান।