বাংলা হান্ট ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছিল, এ বার হু হু করে কমছে। উৎসবের মরসুম পার হতেই সোনার দাম (Gold Price) নামছে। গত কয়েকদিনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মধ্যবিত্ত, সাধারণ মানুষ। মঙ্গলবারের পর আজ আরও সস্তা হল হলুদ ধাতু। বিয়ের মরসুমের আগেই সোনার দাম কমায় স্বস্তি সাধারণ মানুষের। আজ ১ গ্রাম হলুদ ধাতু কিনতে কত টাকা খরচ হবে? দেখে নিন ক্যারেটের হিসেব। (Gold Price)
বুধে আরও কমল সোনার দাম | Gold Price
বুধবার ২৯ অক্টোবর সোনার দাম বেশ খানিকটা কমেছে। এদিন ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম হ্রাস পেয়েছে। আজ, ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমে হয়েছে ১১৩২৫ টাকা। গতকালের তুলনায় ৩৭৫ টাকা দাম কমেছে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৩২৫০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম ৩৭৫০ টাকা কমেছে।

বুধে কমেছে ২৪ ক্যারাট সোনার দামও। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম এদিন দাঁড়িয়েছে ১১৯১৫ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১১৯১৫০ টাকা। গতকালের তুলনায় অনেকটাই দাম কমেছে। প্রতি ১০ গ্রামে ৩৯০০ টাকা দাম কমেছে। বুধবার এদিন ২৪ ক্যারাট সোনার ১০০ গ্রামের দাম রয়েছে ১১৯১৫০০ টাকা।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। তবে এদিনও একধাক্কায় কমেছে হলুদ ধাতুর দর। বুধবার ১০ গ্রাম পাকা সোনার বাটের মূল্য রয়েছে ১১৮৫৫০ টাকা।

২৯ অক্টোবর রুপোর দামেও পরিবর্তন এসেছে। সোনার পাশাপাশি এদিন রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপো ১৪২৪৫ টাকা এবং এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১৪২৪৫০ টাকা। প্রতি কেজিতে ৬৩৫০ টাকা কমেছে দাম।













