বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে ফের আরও একবার বিরাট বদল (Gold Price)। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সোনার দাম সর্বোচ্চ রেকর্ড ছুঁল। দেশজুড়ে ২২ ক্যারেট সোনার দাম এখন ১ লাখ টাকার উপরে। উৎসবের মরশুমের আগে সোনার দামে এতটা উত্থানের ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। ২২ ক্যারেট সোনার পাশাপাশি দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনা। এক নজরে দেখে নিন আজকে বাজারে গোল্ড প্রাইস কত।
উৎসবের আগে সোনার দামে আগুন! কোথায় গিয়ে ঠেকবে জানেন (Gold Price)
বিয়ে হোক বা উৎসবের মরশুম হলুদ ধাতুকে শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ার পিছনে বিশেষজ্ঞরা মনে করছে ট্রাম্পের ট্রাফিক যুদ্ধ ও একাধিক কারণে সোনার দামের ওপর এতটা প্রভাব পড়ছে। তো যাই হোক সপ্তাহের তৃতীয় দিনে সোনার দাম কত যাচ্ছে এক নজরে তা দেখে নিন (Gold Price)।
বুধবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৪৫৫ টাকা (+১২৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৪৫৫০ টাকা (+১২৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১০০০ টাকা (+১৩৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১০০০০টাকা (+১৩৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৯৪৫০ টাকা (+১৩৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৯৪৫০টাকা (+১৩৫০)।
আরও পড়ুন:আসছে পদ্মার ইলিশ! দাম কমবে নাকি পকেট ফাঁকা করবে, পুজোর আগে বড় প্রশ্ন ক্রেতাদের মনে
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৫৬৫(+৭৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৫৬৫০(+৭৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৫৫৫০টাকা (+৭৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৫৫৫০টাকা (+৭৫০)।
ইতিমধ্যে এই বছর সোনার দাম (Gold Price) বেড়েছে প্রায় ৪২% কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, ভু রাজনৈতিক উত্তেজনা বা অর্থনৈতিক মন্দার অবস্থা না কাটলে সোনার দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এর পাশাপাশি চলতি বছরের শেষের দিকে সোনার দাম ১ লক্ষ ১৪ হাজার পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন তারা। সোনার দাম এতটা পরিমাণে বেড়ে গেলে মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ীদের পকেটে যে টান পড়বে সেই আশঙ্কা করছেন। এছাড়াও এর মধ্যে সোনার দাম কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।