জোর ধাক্কা! সোনার দামে বড়সড় বদল, শনিতে এক গ্রাম দিয়ে গয়না বানাতে কত খরচ দেখে নিন…

Published on:

Published on:

gold price(5)

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিনে লাগাতার কমছিল সোনার দাম। তবে এবার ফের একবার বাড়ল। নভেম্বরের শুরুতেই উর্দ্ধমুখী সোনা। গত কয়েকদিন ধরে লাগাতার সোনার দামে পতন দেখে মধ্যবিত্তের চিন্তা কিছুটা কমেছিল। তবে এবার বাড়ল হলুদ ধাতুর। আজ পয়লা নভেম্বর কত করে হল সোনার গ্রাম? (Gold Price)

মাসের শুরুতেই বাড়ল সোনার দাম | Gold Price

শনিবার ১ নভেম্বর সোনার দাম কিছুটা বেড়েছে। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১৬১০ টাকায়। গতকালের তুলনায় প্রতি গ্রামে ১৪৫ টাকা দাম বেড়েছে। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৬১০০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম টাকা বেড়েছে ১৪৫০ টাকা।

২২ এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও এদিন উর্দ্ধমুখী। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২২১৫ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১২২১৫০ টাকা। গতকালের তুলনায় বেশ কিছুটা দাম বেড়েছে। প্রতি ১০ গ্রামে ১৫৫০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে ২৪ ক্যারাটের ক্ষেত্রে।

Gold Price

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে।

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। শনিবার ১ গ্রাম খুচরো পাকা সোনার বাটের মূল্য রয়েছে ১২১৫৫ টাকা। ১০ গ্রামের দাম রয়েছে ১২১৫৫০ টাকা।

Gold Price increasing in the global market investors are worried

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মতো চাকরিহারাদের জন্য পদক্ষেপ শুরু করল শিক্ষা দফতর, নয়া সমস্যায় রাজ্য!

নভেম্বরের শুরুতে আরও দামি রুপো। রুপোর দামেও পরিবর্তন এসেছে। সোনার পাশাপাশি এদিন রুপোর দামও বেড়েছে। ১০০ গ্রাম রুপো ১৫২২০ টাকা হয়েছে। অর্থাৎ গতকালের তুলনায় ৫০৫ টাকা দাম বেড়েছে। আর এদিন ১ কেজি রুপোর দাম প্রতি কেজিতে ৫০৫০ টাকা বেড়ে হয়েছে ১৫২২০০ টাকা।