রবিবার তড়তড়িয়ে কমল সোনার দাম, কিছু দিনের মধ্যেই এক লক্ষ টাকার নিচে হলুদ ধাতু?

Published on:

Published on:

gold price(12)

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার কিছুটা বেড়েছিল সোনার দাম। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। গতকাল বাড়ার পর সপ্তাহের শেষে ফের পড়ল হলুদ ধাতুর দর। নভেম্বরের শুরুতে ফের নিন্মমুখী সোনা। আজ ২ নভেম্বর ফের কমল সোনার দাম। আজ কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের আগে কি আরও স্বস্তি মিলবে? জেনে নিন সম্পূর্ণ আপডেট।

ফের কমল সোনার দাম | Gold Price

রবিবার ২ নভেম্বর সোনার দাম ফের কিছুটা কমেছে। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১৫৭৫ টাকা। যদিও গতকালের তুলনায় খুব সামান্যই দাম কমেছে। প্রতি গ্রামে ৩৫ টাকা দাম কমেছে। এদিকে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৫৭৫০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম ৩৫০ টাকা হ্রাস পেয়েছে।

২২ এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও এদিন নিম্নমুখী। রবিবার ছুটির দিনে ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২১৮০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২১৮০০ টাকা। গতকালের তুলনায় আজ প্রতি ১০ গ্রামে ৩৫০ টাকা দাম কমেছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে।

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। রবিবার এক গ্রাম খুচরো পাকা সোনার বাটের মূল্য রয়েছে ১২১২০ টাকা। ১০ গ্রামের দাম রয়েছে ১২১২০০ টাকা।

Gold Price

আরও পড়ুন: শিক্ষকের পর এবার ‘অযোগ্য’-শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ, কবে? কতজনের নাম রয়েছে? জানুন

সাম্প্রতিক সময়ে রুপোর চাহিদা সমানে বাড়ছে। রুপোর গয়নাও এখন ট্রেন্ডিং-এ। আজ রবিবার সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন এসেছে। রুপোর দাম কমেছে ২ নভেম্বর। ১০০ গ্রাম রুপো ১৫০০৫ টাকা হয়েছে। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১৫০০৫০ টাকা। একদিনে ২১৫০ টাকা দাম কমেছে।