বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাস মানেই বিয়ের মাস। এই মাসে রয়েছে লক্ষ্মীপুজোর মতো বিয়ে। আর বিয়ের মাসেই স্বস্তি দিচ্ছে সোনা। রবিবারের পর সোমবার ফের কমল সোনার দাম (Gold Price)। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। সপ্তাহের শুরুতেই ফের পড়ল হলুদ ধাতুর দর। আজও নিন্মমুখী সোনা।
আজ ২ নভেম্বর সোনার দাম কত কমল? কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের আগে কি আরও স্বস্তি মিলবে? আপডেট রইল।
ফের কমল সোনার দাম | Gold Price
সোমবার ৩ নভেম্বর সোনার দাম কিছুটা কমেছে। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১ হাজার ২৭৪ টাকা। খুব সামান্যই দাম কমেছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১২৭৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১২৭৪০০ টাকা। ১০০ টাকা হ্রাস পেয়েছে।
২২ এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও এদিন নিম্নমুখী। সপ্তাহের শুরুর দিনে ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২২৯৯ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২২৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১২ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা। সোনার ১০০ টাকা দাম কমেছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান।

আরও পড়ুন: রোল নম্বর, স্কুলের নাম-সহ আজই ‘অযোগ্য’-শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ, কখন, কোথায় দেখা যাবে?
সাম্প্রতিক সময়ে রুপোর চাহিদা সমানে বাড়ছে। রুপোর গয়নাও এখন ট্রেন্ডিং-এ। সোনা না কিনতে পারলে সাধারণ মানুষ মনের মতো রুপোর গহনা দিয়ে মন ভরাচ্ছে। আজ সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন এসেছে। রুপোর দাম কমেছে। ৩ নভেম্বর ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫ হাজার ১৯০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৯০০ টাকা।













