বাংলা হান্ট ডেস্কঃ টানা কমার পর মঙ্গলবার বাড়ল সোনার দাম। বিয়ের মরসুমে সোনার দাম লাগাতার কমায় মুখে হাসি ফুটেছিল সাধারণ মানুষের। তবে এদিন চিন্তা কিছুটা বাড়ল। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। সপ্তাহের শুরুতেই দাম চড়ল হলুদ ধাতুর দর। আজ ৪ নভেম্বর কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের আগে ফের কি স্বস্তি মিলবে?
মঙ্গলে বাড়ল সোনার দাম | Gold Price
কলকাতায় মঙ্গলবার ৪ নভেম্বর সোনার দাম ফের কিছুটা বাড়ল। সামান্যই বেড়েছে দাম। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম দাঁড়িয়েছে ১১৫৯৫ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে ২০ টাকা দাম কমেছে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়ে হল ১১৫৯৫০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২০০ টাকা।
স্বাভাবিকভাবেই ২২ এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও এদিন বেড়েছে। মঙ্গলবার ২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম হয়েছে ১২২০০ টাকা। প্রতি গ্রামে ২০ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২২০০০ টাকা। গতদিনের তুলনায় ২০০ টাকা দাম বেড়েছে।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে উর্দ্ধমুখী ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে ফের এক লাখের নিচে নামবে তা জানা নেই কারোর।

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। রবিবার এক গ্রাম খুচরো পাকা সোনার বাটের মূল্য রয়েছে ১২১৪০ টাকা। ১০ গ্রামের দাম রয়েছে ১২১৪০০ টাকা।

আরও পড়ুন: দ্রুত, হেলদি আর সুস্বাদু—অফিস ফেরত ক্লান্তদের জন্য ৫ মিনিটে ৩ পদের আইডিয়া
সোনার প্রতি ঝোঁক বরাবরের। তবে সাম্প্রতিক সময়ে রুপোর চাহিদাও সমানে বাড়ছে। রুপোর গয়নাও এখন ট্রেন্ডিং-এ। আজ মঙ্গলবার রুপোর দামও বেড়েছে। ৪ অক্টোবর ১০০ গ্রাম রুপো ১৫১৭৫ টাকা হয়েছে। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১৫১৭৫ টাকা। একদিনে দাম বেড়েছে ১৭০০ টাকা।













