সোনা কিনতে ছুটবে ঘাম! বিয়ের মরসুমে আরও দামি হলুদ ধাতু, আজকের দর জেনে নিন

Published on:

Published on:

gold price(15)

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাস শুরু। আর নভেম্বর মানেই বিয়ের মাস। লক্ষ্মীপুজোর মতো বিয়ে রয়েছে এই মাসে। আর বিয়ের মানেই আকাশছোঁয়া চাহিদা সোনার। এই আবহে ফের দাম বাড়ল সোনার। শুক্রবার বাড়ল সোনার দাম (Gold Price)। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ কত হল হলুদ ধাতুর দর? জানুন।

আজ ৭ নভেম্বর সোনার দাম কত বাড়ল? কত করে হল সোনার গ্রাম? (Gold Price) বিয়ের মরসুমের আগে কি স্বস্তি পাবে সাধারণ মানুষ? আপডেট রইল।

ফের বাড়ল সোনার দাম | Gold Price

শুক্রবার ৭ নভেম্বর সোনার দাম কিছুটা বেড়েছে। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১৫৬৫ টাকা। যদিও খুব সামান্যই দাম বেড়েছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৫৬৫০ টাকা। প্রতি ১০ গ্রামে ৫৫০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১৫৬৫০০ টাকা।

২২ এর পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও এদিন উর্দ্ধমুখী। শুক্রবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২১৭০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২১৭০০ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে ৬০০ টাকা করে দাম বেড়েছে সোনার।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে।

Gold Price

আরও পড়ুন: OBC সার্টিফিকেট মামলায় বিরাট স্বস্তিতে রাজ্য! বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

দিন দিন রুপোর চাহিদা সমানে বাড়ছে। রুপোর নিত্যনতুন ডিজাইনার গয়না নজর কাড়ছে ক্রেতাদের। আজ সোনার পাশাপাশি রুপোর দামেও পরিবর্তন এসেছে। রুপোর দাম বেড়েছে ৭ নভেম্বর। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৪৯৬০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। একদিনে ২২৫০ টাকা দাম বেড়েছে।