বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে প্রথম থেকেই সোনার দাম (Gold Price) আকাশ ছোঁয়া ছিল। তার ওপর লক্ষ্মীপুজো মিটতে না মিটতেই সোনার দামে বড় বদল এল। লক্ষ্মীপুজোর দিন যা দাম ছিল তার থেকে সামান্য কিছুটা বেড়েছে আজকে হলুদ ধাতুর দর। দেখে নিন আজকের লেটেস্ট গোল্ড প্রাইস।
ধনতেরাসের আগে কলকাতায় সোনার দাম কত? (Gold Price)
ক্রমাগত বেড়ে চলেছে সোনার দাম। একটা হিসেব বলছে গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে ১২%। তবে গত সপ্তাহের কিছুটা হলেও কমেছিল হলুদ ধাতুর দর। কিন্তু লক্ষ্মী পুজোর পর আবারও রেকর্ড ছুঁল সোনার দাম। তার ওপর সামনেই আছে ধনতেরাস। এই মুহূর্তে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এক নজরে আজকের রেট দেখে নিন (Gold Price)।
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ হাওড়ার এই ব্রিজে হঠাৎ ফাটল, যাত্রীদের সতর্কবার্তা জারি
মঙ্গলবার দেশে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হল ১,২২,০২০ টাকা। ২২ ক্যারেট ( সোনার দাম গিয়ে দাঁড়াল ১,১১,৮৫০ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট সোনার দাম হল ৯১,৫২০ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হল ১২,২০,২০০ টাকা। ২২ ক্যারেট সোনার ১০০ গ্রামের দাম হল ১১,১৮,৫০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম আজকে বেশ অনেকটাই বাড়ল। মঙ্গলবার, ১ কেজি রুপোর দাম হল ১৫৭০০০ টাকা। ১০০ গ্রাম রুপোর দাম হল ১৫,৭০০ টাকা। অর্থাৎ প্রতি ১০০ গ্রামে ১০০ টাকা বাড়ল।
প্রসঙ্গত সোনা (Gold) কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।