সব রেকর্ড ভেঙে আকাশছোঁয়া সোনার দাম,দেখে নিন আজকের ১ গ্ৰামের প্রাইস

Published on:

Published on:

Gold Price soar in Kolkata market what is the price of 1 gram before Puja

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুম হলুদ ধাতুকে শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম (Gold Price) যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ার পিছনে বিশেষজ্ঞরা মনে করছে ট্রাম্পের ট্রাফিক যুদ্ধ ও একাধিক কারণে সোনার দামের ওপর এতটা প্রভাব পড়ছে। তো যাই হোক চলতি সপ্তাহে আজকে সোনার দাম কত যাচ্ছে এক নজরে তা দেখে নিন (Gold Price)।

এক নজরে দেখে নিন আজকের সোনার দাম (Gold Price)

প্রতিটি মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। দেখে নিন আজকের গোল্ড প্রাইস (Gold Price)।

বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৪৭০ টাকা (+১৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৪৭০০ টাকা (+১৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১০২০ টাকা (+২০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১০২০০টাকা (+২০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০৯৬৫ টাকা (+২০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১০৯৬৫০টাকা (+২০০)।

Gold Price soar in Kolkata market what is the price of 1 gram before Puja

আরও পড়ুন: হিডেন জেমস অব কলকাতা! ভিড়ভাট্টা এড়িয়ে এই ৬টি কম পরিচিত রেস্তোরাঁয় মিলবে খাঁটি বাঙালি খাবার

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বৃহস্পতিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৫১০(-৫৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৫১০০(-৫৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৫০০টাকা (-৫৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৫০০০টাকা (-৫৫০)।

হলুদ ধাতুর দর বাড়ার বিষয়ে বিশেষজ্ঞদের মনে করছেন ভু রাজনৈতিক উত্তেজনা বা অর্থনৈতিক মন্দা অন্যতম কারণ। এই অবস্থা না কাটলে সোনার দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এর পাশাপাশি চলতি বছরের শেষের দিকে সোনার দাম ১ লক্ষ ১৪ হাজার পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন তারা। তবে সোনার দাম যতই বাড়ুক, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভারতীয়দের কাছে সোনা (Gold Price) খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সোনায় (Gold) বিনিয়োগও করে থাকেন বহু মানুষ।