বছর শেষে সোনার দাম বাড়ল না কমল? ১০ গ্ৰাম কিনতে কত খরচ পড়বে, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price take a look at the end of the year
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর। কারণ, বছর শেষে আবার কমল সোনার দাম (Gold Price)। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। পাশাপাশি এখন সোনার দাম কম থাকায় যারা গহনা কেনার পরিকল্পনা করছেন, তারা একবার আজকের লেটেস্ট রেট দেখে নিন।

এক নজরে দেখে নিন বছর শেষে সোনার দাম কত হল? (Gold Price)

সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল হলদে ধাতুর দাম। কয়েক দিন আগে আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। বর্তমানে সোনার (Gold) দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। দেখে নিন আজকের রেট।

 Gold Price take a look at the end of the year

 

মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২৭৩০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৪০২ টাকা। আজ ২২ ক্যারেট ১ গ্ৰাম সোনা বেচতে গেলে পাবেন ১২১৯৫ টাকা। এছাড়াও আজ ১ গ্ৰাম ১৮ ক্যারেট (Karat) সোনার দাম ১০৪৫৫ টাকা। সোনার পাশাপাশি আজ ১ কেজি রুপোর দাম ২৩৩৮৭৮টাকা।

তবে সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।

প্রসঙ্গত, এই সোনার দাম (Gold Price) কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।