কমল হলুদ ধাতুর দর! এটাই সেরা সুযোগ সোনা কেনার, আজকে বাজারে ১ গ্ৰাম গোল্ড প্রাইস কত?

Published on:

Published on:

Gold Price the price of yellow metal is continuously increasing know the price of 22 and 24 carat gold today

বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত কমতে শুরু করেছে সোনার দাম (Gold Price)। আন্তর্জাতিক বাজারে শুলকু সম্পর্কিত অনিশ্চয়তা সত্ত্বেও গত এক সপ্তাহে সোনার দাম বেশ অনেকটাই কমেছে। এর ফলে সত্যের নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। পাশাপাশি হাঁফ ছেড়ে বেঁচেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। একনজরে দেখে নিন আজকের সোনার দাম।

দেখে নিন আজকের সোনার দাম (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। দেখুন আজকের সোনার দাম (Gold Price)।

শুক্রবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৫০০টাকা (+৫৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৫০০০টাকা (+৫৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৯৫ টাকা (+৫৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯৯৫০টাকা (+৫৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৯৪৫টাকা (+৫৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ৯৯৪৫০টাকা (+৫৫০)।

Gold Price the price of yellow metal is continuously increasing know the price of 22 and 24 carat gold today

আরও পড়ুন: একি কাণ্ড! মাঝরাতে দিঘার হোটেল ফাঁকা, পর্যটকদের রাস্তায় নামিয়ে দিল কর্তৃপক্ষ

সোনার পাশাপাশি আজ রুপোর দাম কিছুটা কমেছে। দেখুন আজকের রুপোর দাম (Silver Price)। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৩৭০(+২০০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৩৭০০(+২০০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৩৬০টাকা (+২০০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৩৬০০টাকা (+২০০০)।

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। হলুদ ধাতু (Gold) মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন।

সোনা কেনার সময় সবসময় ক্যারেট দেখে কিনতে হয়। কারণ, ২৪ ক্যারেট সোনার দাম যেমন বেশী থাকে। তেমনি ২৪ ক্যারেট সোনায় খাদ কম থাকে। এছাড়াও সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।