বাংলা হান্ট ডেস্ক: বিয়ের সিজেনে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজারের গণ্ডিতে রয়েছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ৯০ হাজারের গণ্ডি। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার।
এক নজরে দেখে নিন আজকের সোনার দাম (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে। আজ সোনার দাম কিছুটা বাড়লেও রুপোর কিছুটা কমেছে।
আজ ২৪ ক্যারেট (karat) ১ গ্ৰাম সোনা কিনতে গেলে দিতে হবে ৯৮২০ টাকা। ২২ ক্যারেট (karat) ১ গ্ৰাম সোনার সোনা কিনতে গেলে দিতে হবে ৯৩৩৫ টাকা। পাশাপাশি, ২২ ক্যারেট (karat) ১গ্ৰাম সোনা বিক্রি করলে আজ দাম পাবেন ৯০৭৫ টাকা। ২৪ ক্যারেট (karat) ১গ্ৰাম সোনা ৯৯৩০ টাকা। এছাড়াও ১৮ ক্যারেট (karat) প্রতি ভরি সোনার দাম ২,২৯৮ টাকা। পাশাপাশি আজকে রুপো(৯৯৯) ১ কেজির দাম পড়বে ১,১১,১০০ টাকা।
বিশেষজ্ঞদের মতে চলতি বছরের সোনার দাম এক লাখ টাকা হয়ে যেতে পারে। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনার দাম সর্বোচ্চ পৌঁছে গিয়েছে চলতি বছরে। এছাড়াও আগামী দিনে এই দামে কিছু সংশোধিত হতে পারে। তবে বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সোনার চাহিদায় কিছুটা হলেও প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে অনেকে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।
আরও পড়ুন: পুবালি হাওয়া আছে তবু দেখা নেই রূপনারায়ণে ইলিশের, মন খারাপ ক্রেতাদের
পাশাপাশি সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কিছুটা কম ছিল যখন তখন যারা সোনা কিনে ফেলেছে তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন।