বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম ক্রমাগত বেড়েই চলেছে। তার ওপর সামনে আসছে ধনতেরাস। এই সময় বহু মানুষ সোনা ও রুপোর গহনা কিনে থাকেন। কিন্তু বর্তমানে সোনার দাম যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে সোনা অথবা রূপ কেনা মধ্যবিত্তের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। এবার আপনি যদি এই মুহূর্তে সোনা কেনা পরিকল্পনা করেন, তাহলে একবার আজকে বাজারে হলুদ ধাতুর দর দেখে নিন।
শুক্রবার বাজারে সোনার দাম কত যাচ্ছে দেখুন (Gold Price)
ধনতেরাসের আগের দিন হলুদ ধাতুর দর একই রয়েছে। এছাড়াও, ক্রমাগত ভাবে সোনার দাম বৃদ্ধি হওয়ার ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। কারণ সোনা অথবা রুপো শুধুমাত্র গহনা হিসাবে দেখেন না সাধারণ মানুষ। সঞ্চয় হিসেবে অনেকেই এই দুই ধাতুকে দেখেন। একনজরে দেখে নিন আজকের গোল্ড রেট (Gold Price)।
আরও পড়ুন: নিজের হাতের মিষ্টিতে ভরিয়ে দিন ভাইফোঁটার উৎসব! বানান লবঙ্গ লতিকা সহজভাবে, রেসিপি রইল
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২২১০টাকা (০)। শুক্রবার ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২২১০০টাকা (০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৮৪৫ টাকা (০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৮৪৫০টাকা (০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৭৮০টাকা (০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৭৮০০টাকা (০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শুক্রবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৭৫৬৫(-৭৮০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৭৫৬৫০(-৭৮০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৭৫৫৫ টাকা (-৭৮০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৭৫৫৫০টাকা (-৭৮০০)।
সোনার দাম (Gold Price) বাজার কখনো স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। এছাড়াও, সোনা (Gold) কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে।