চড়চড়িয়ে বাড়ল সোনার দাম! আজ শহরে হলুদ ধাতু কিনতে কত খরচ পড়বে, দেখুন রেট চার্ট…

Published on:

Published on:

Gold Price what is 1 bhori the price of the yellow metal in the Bengali market today know

বাংলা হান্ট ডেস্ক: প্রতি মূহুর্তে বদলাচ্ছে সোনার দাম (Gold price)। কখনো কখনো সেই দাম লাখের কাছাকাছি চলে যাচ্ছে। আবার কখনো কিছুটা হলেও কমছে হলুদ ধাতুর দাম। শেষ ক মাস ধরে সোনার দাম বৃদ্ধি পেয়ে চলেছে। তবে মাঝে কিছুটা হলেও এই দামে পতন হয়েছিল। কিন্তু ফের আজ অর্থাৎ বুধবার সোনার দাম মঙ্গলবারের তুলনায় খানিকটা বেড়ে গেল। এক ঝলকে দেখে নিন আজ শহরে হলুদ ধাতুর (Gold) দাম কত।

এক নজরে দেখে নিন আজকের সোনার দাম (Gold price)

আজ অর্থাৎ বুধবার ২২ ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৪১৫ টাকা (+৫)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৪১৫০ টাকা (+৫০)। ২৪ ক্যারেট ১ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯০৫ টাকা (+৫)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ৯৯০৫০ টাকা(+৫০) । পাশাপাশি আজ ২৪ ক্যারেট ১গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৮৫৫ (+৫) টাকা। ২৪ ক্যারেট ১গ্ৰাম পাকা সোনার বাটের দাম ৯৮৫৫০ (+৫০) টাকা। সোনার পাশাপাশি আজকে রুপোর দাম বৃদ্ধি পেয়েছে। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৪১৫ (+৩০) টাকা। ১কেজি খুচরো রুপোর দাম ১১৪১৫০(+৩০০) টাকা। পাশাপাশি ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৪০৫ টাকা (+৩০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৪০৫০০ টাকা (+৩০০)।

Gold Price what is 1 bhori the price of the yellow metal in the Bengali market today know

আরও পড়ুন: থাইরয়েডে জীবন নাজেহাল! বাড়িতে থাকা এই উপকরণই দেবে স্বস্তি, রাখুন ‘ডায়েটে’

উল্লেখ্য, সোনা (Gold) কতটা খাটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপরে। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট (Karat) সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। এছাড়াও আন্তর্জাতিক বাজারের হার, আমদানি শুল্ক ও কর, চাহিদা ও সরবরাহের ভারসামের উপর ভিত্তি করে সোনার দাম নির্ধারণ হয়।