বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম(Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। মঙ্গলবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।
কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনা কতটা সত্তা, জানুন বিশদে (Gold Price)
দেখতে দেখতে গত ১০ দিনে ভারতে সোনার দাম উল্লেখযোগ্য পাবে কমেছে। ২৪ ক্যারেট ১০০ গ্ৰাম সোনার দাম ৩৯৩০০ টাকা কমেছে। পাশাপাশি গত সপ্তাহের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে প্রায় তিন শতাংশ। এছাড়াও, বুধবার ১ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম পরছে ৯৭১১ টাকা। ১ গ্ৰাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম পড়ছে ৯২২৫ টাকা। অপরদিকে, ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা বিক্রির ক্ষেত্রে দাম পড়ছে ৭৫৭৫ টাকা। পাশাপাশি রুপো( ৯৯৯) ১ ওজনের রুপোর দাম পড়ছে ১,০৬,১৩৫ টাকা।
উল্লেখ্য, ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের।
আরও পড়ুন:বিনোদনে জমজমাট জুলাই, পরপর মুক্তি পাচ্ছে এই সিরিজগুলো, না দেখলেই চরম মিস
এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।