সপ্তাহের শুরুতে সোনার দামে বিরাট চমক, দেখুন আজকের রেটে কী বদল এসেছে?

Published on:

Published on:

Gold Price what is the price of gold in the market today during the puja season

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে ফের আরও একবার বিরাট বদল (Gold Price)। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। একনজরে দেখে নিন আজকে বাজারে সোনার দাম কত যাচ্ছে।

পুজোর মরশুমে বাজারে আজকে সোনার দাম কত যাচ্ছে? (Gold Price)

বিয়ে হোক বা উৎসবের মরশুম হলুদ ধাতুকে শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। কিন্তু সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। তো যাই হোক সপ্তাহের প্রথম দিনে সোনার দাম (Gold Price) কত যাচ্ছে এক নজরে তা দেখে নিন।

Gold Price what is the price of gold in the market today during the puja season

আরও পড়ুন: টাটকা চিংড়ি কেনা আর কঠিন নয়! মাছওয়ালার সহজ টিপস শিখে নিন

সোমবার ১৫ সেপ্টেম্বর শহরে কলকাতায় ১০ গ্ৰাম ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮০০ টাকা। ১০ গ্ৰাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ৬০ টাকা। দিল্লিতে ১০ গ্ৰাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১৯৫০ টাকা। ১০ গ্ৰামের ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখ ১১ হাজার ২১০ টাকা।

মুম্বাইয়ে ১০ গ্ৰাম ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ১৮০০ টাকা। ১০ গ্ৰাম সোনার দাম ১ লাখ ১১ হাজার ৬০ টাকা। এছাড়াও, আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লাখ ১৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট (Karat) সোনার দাম ১ লাখ ১১ হাজার ১১০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ১৮০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখ ১১ হাজার ৬০ টাকা।

প্রসঙ্গত, গত কয়েক বছরে সোনার দাম (Gold Price) বেড়েছে দ্রুত গতিতে। বিশেষ করে চলতি মাসে লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সোনার দর (Gold Price)। এমতাবস্থায় সামান্য দাম কিছুটা কমায় স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।