বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) ক্রমাগত পরিবর্তন হয়। জন্মাষ্টমীর থেকে ক্রমবর্ধমান ভাবে সোনার দাম কম ছিল। তবে আজ অর্থাৎ মঙ্গলবার সোনার দাম আবার বাড়ল। এমনকি আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম প্রায় ৯০ হাজার টাকার উপরে রয়েছে। উৎসবের মরশুমের আগে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। জানুন আজকের সোনার দাম।
মঙ্গলবার ২৬ আগস্ট বাজারে সোনা ও রুপোর দাম কত হল? (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold price) বৃদ্ধি (Increase) পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। জানা যায়, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজ বাজারে সোনার দাম (Gold Price) কত এক নজরে দেখে নিন।
মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ৯৬১০ টাকা (+১০)। ২২ ক্যারেট ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ৯৬১০০টাকা (+১০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১০১১০ টাকা (+১০)। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১০১১০০টাকা (+১০০) । এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১০০৬০টাকা (+১০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১০০৬০০টাকা (+১০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম (Silver Price) নিচে আলোচনা করা হল। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১১৭১০(০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১১৭১০০ (০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১১৭০০ টাকা (০)। ১ কেজি রুপোর বাটের দাম ১১৭০০০ টাকা (০)।
সোনার (Gold) মান নির্ধারণ করা হয় ক্যারেটের (Karat) উপরে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের (Karat) সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। গয়নার সোনা পুরোপুরি খাঁটি হয় না। সোনার সঙ্গে অন্য ধাতু মেশানো হচ্ছে তার উপর নির্ভর করেই সোনার রং বদলে যায়।
সোনার দাম বাড়লেও সোনার চাহিদাও কিন্তু বৃদ্ধির পথেই। দাম যতই বাড়ুক, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভারতীয়দের কাছে সোনা (Gold) খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সোনায় বিনিয়োগও করে থাকেন বহু মানুষ। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক অস্থিরতার জেরে সোনার দাম এতটা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।