ভারী পতন অব্যাহত সোনার, কয়েকদিনের মধ্যেই কমবে আরো ৫ হাজার!

সোনার দামে (gold price) ভাঈ পতনের সম্ভাবনা।করোনা পরিস্থিতিতে যখন ভেঙে পড়েছিল অর্থনীতি , সেই কারনে সোনায় (Gold) বিনিয়োগ বেড়ে গিয়েছিল অনেকটাই। চাহিদা বাড়ায় স্বাভাবিক ভাবেই বেড়ে যায় এই মূল্যবান ধাতুর দাম৷ তবে এই মুহুর্তে বেশ কিছুদিন ধরেই কমছে সোনার দাম। করোনা ভ্যাকসিন এর সুখবর আসতেই সেই প্রবণতা কমতে শুরু করে।

gold 19

ধীরে ধীরে কমতে থাকে সোনার দাম। ডলারের মূল্য মজবুত হওয়ায় এই দাম আরো দ্রুত কমতে শুরু করে। এবার আরো সুখবর অপেক্ষা করে আছে, বেশ কয়েকটি আন্তর্জাতিক সমীক্ষা বলছে খুব শীঘ্রই আরো অনেকটাই কমবে সোনার দাম।

gold 2 3
অগাস্টে শীর্ষ ছোঁয়ার পর থেকে আজ পর্যন্ত সোনা প্রায় ৬০০০ টাকা প্রতি ১০ গ্রামে সস্তা হয়ে গিয়েছে ৷ করোনার ভ্যাকসিন খুব শীঘ্রই ছড়িয়ে পড়ার পর থেকে ১ হাজার টাকা কমে গিয়েছিল সোনার দাম৷ এই ভ্যাকসিন বাজারে আসলে সেই দাম যে আরো কমবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷

GOLD 16

জানা যাচ্ছে করোনার ভ্যাকসিন বাজারে আসতে চলেছে আনুমানিক ফেব্রুয়ারি মাসে। ভ্যাকসিন বাজারে আসলেই সোনার দাম ৫ হাজার টাকা কমে যাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

default gold jewellery showrooms 11

গত কয়েকবছর ধরেই সোনার দাম হু হু করে বাড়ছে সোনার দাম। যার জেরে ভাঁটা পড়েছে সোনার গহনার চাহিদাতে। হাজার হাজার স্বর্ণশিল্পী নিজেদের কাজ হারিয়েছে। লকডাউনে সেই সংকট আরো বাড়ে সোনার দাম কমলেও তারা নিজেদের কাজে আদেও যোগ দিতে পারবেন কিনা তা অবশ্য সময়ই বলবে।

 


সম্পর্কিত খবর