বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষে কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে কিছুটা কমেছিল সোনার দাম। তবে মহালয়ার আগের দিন থেকে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। তবে গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিল। দেখে নিন আজকে সোনার দাম কত।
মহালয়ার আগের দিন বাজারে সোনার দাম কত হয়েছে জানুন (Gold Price)
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়। এক নজরে দেখে নিন সোনার দাম (Gold Price)।
আরও পড়ুন: ট্রেন ভ্রমণ হবে স্মার্ট, নিজের ফোনে জানুন কোন সিট ফাঁকা ও বুক করুন
শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৫১৫ টাকা (০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৫১৫০ টাকা (০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১০৬০ টাকা (০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১০৬০০টাকা (০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১০০৫টাকা (০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১০০৫০টাকা (০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শনিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১২৯০০(+১৯৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১২৯০০০(+১৯৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১২৮৯০ টাকা (+১৯৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১২৮৯০০টাকা (+১৯৫০)।
পুজোর আগে সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।