ইতিহাসে এই প্রথম! ভারতের গোল্ড রিজার্ভ অতিক্রম করল ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি, কী জানাল RBI?

Published on:

Published on:

Gold reserve of India cross 100 billion dollar mark.

বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই প্রথমবার ভারতের গোল্ড রিজার্ভ (Gold Reserve) ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়েছে। মূলত, সোনার দামে বৃদ্ধির কারণেই এমনটা ঘটেছে। শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত রিপোর্টে এই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে।

ভারতের গোল্ড রিজার্ভ (Gold Reserve) অতিক্রম করল ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি:

RBI অনুসারে, গত ১০ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশের গোল্ড রিজার্ভ ৩.৫৯৫ বিলিয়ন ডলার বেড়ে ১০২.৩৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে, এই সময়ের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.১৮ বিলিয়ন ডলার কমে ৬৯৭.৭৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে গোল্ড রিজার্ভের (Gold Reserve) অংশ বেড়ে ১৪.৭ শতাংশে দাঁড়িয়েছে। যা বহু দশকের মধ্যে সর্বোচ্চ স্তর হিসেবে বিবেচিত হচ্ছে। গত ১ দশকে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সোনার অংশ দ্বিগুণ হয়েছে। যা আগে ছিল ৭ শতাংশ।

Gold reserve of India cross 100 billion dollar mark.

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথম ৯ মাসের মধ্যে মাত্র ৪ মাসে কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনেছে। যেটিতে ২০২৪ সালে প্রায় প্রতি মাসেই বৃদ্ধি ঘটেছিল। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট সংগ্রহ (Gold Reserve) ছিল মাত্র ৪ টন। যা এক বছর আগের একই সময়ের ৫০ টনের তুলনায় অনেক কম।

আরও পড়ুন: দীপাবলির আগেই বড় পদক্ষেপ PNB-র! স্বস্তি পাবেন লক্ষ লক্ষ গ্রাহক, কমতে চলেছে এই চার্জ

মূলত, বিশ্বব্যাপী অস্থিরতার কারণে, গত বছর সোনার দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গত দীপাবলির পর থেকে, সোনার দাম ৬৫ শতাংশেরও বেশি বেড়েছে। এদিকে, গত ২ বছরে সোনা (Gold Reserve) ১১৭ শতাংশ এবং গত ৫ বছরে ১৫৮ শতাংশ রিটার্ন দিয়েছে। একই সময়ে, গত দশকের পরিপ্রেক্ষিতে সোনার দাম ২৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! নতুন ফাস্ট ডেলিভারি সার্ভিস শুরু করছে পোস্ট অফিস, মাত্র কয়েক ঘণ্টায় পৌঁছবে পার্সেল

জানিয়ে রাখি যে, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার উপভোক্তা এবং চাহিদা মেটাতে আমদানির (Gold Reserve) ওপর নির্ভর করা হয়। সোনা কেনা ভারতীয় সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। যেটিকে বিনিয়োগ এবং প্রতিপত্তির প্রতীক হিসেবেও দেখা হয়।