সোনায় বিনিয়গের দুর্দান্ত সুযোগ, সোমবার থেকে চলবে টানা ৫ দিন, বড় ঘোষণা কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ শীঘ্রই শুরু হতে চলেছে সভেরেইন গোল্ড বন্ড (sovereign gold bond) বা স্বর্ণ ঋণপত্র বিক্রি। দীপাবলি ও ধনতেরসের আগে সপ্তম দফার এই গোল্ড বন্ড বিক্রি শুরু হচ্ছে ২৫ শে অক্টোবর থেকেই। চলতি অর্থবর্ষে আগে ৬ দফা গোল্ড বন্ড বিক্রির পর, এবার সপ্তম দফার সময় নির্ধারিত হয়েছে ২৫ থেকে ২৯ শে অক্টোবর অবধি।

অনেক সময়ই দেখা সোনার কেনার ইচ্ছা থাকলেও, নিরাপত্তার ভয়ে অনেকেই তা থেকে দূরে থাকেন। আবার অনেকে ভাবেন বছরে এক আধবার পরা হয়, তো বেশি সোনা কিনেও বা কি হবে। সেই কারণেই সরকার এই স্কিম চালু করেছে। যেখানে ধাতব সোনা নয়, কাগুজে সোনা কিনতে পারবেন গ্রাহকরা।

gold bond issue price fixed at rs 5334 per gram

এই সোনা পরারও কোন সমস্যা নেই, আর নিরাপত্তারও কোন ভয় নেই। কেউ যদি ২০ গ্রাম সোনার কোন জিনিস কিনতে চান, এক্ষেত্রে ওই ব্যক্তি ওই ওজনের সমান দামের বন্ড কিনতে পারবেন। ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নাগরিক ও সংস্থার জন্য এই ধরনের স্কিম চালু করেন।

২০১৫ সালের বাজেট পেশের সময় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি এই সভেরেইন গোল্ড বন্ড বাজারে আনার কথা জানিয়েছিলেন। আর সেই বছর নভেম্বর থেকেই তা চালু হয়ে যায়। এই প্রকল্পে সবথেকে কম ১ গ্রাম সোনা কিনতে পারবেন ৮ বছরের জন্য। ২.৫০ শতাংশ হারে বছরে সুদ পাবেন গ্রাহক। তবে প্রয়োজনে ৫ বছর পরও গ্রাহক এই বণ্ড ভেঙে টাকা নিয়ে নিতে পারেন।

তবে এক্ষেত্রে একটি অর্থবর্ষে কোনও ব্যক্তি সর্বোচ্চ ৪ কেজি সোনা কিনতে পারবেন। আর কোনও ট্রাস্ট বা ওই ধরনের সংস্থা ২০ কেজি সোনার বন্ড কিনতে পারবে। চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসের মধ্যে আরও ৪ দফা গোল্ড বন্ড বিক্রি করবে সরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর