স্বাধীনতা দিবসে কেমন থাকছে সোনা রূপোর দাম, দেখে নিন এক ক্লিকেই

Bangla Hunt Desk: স্বাধীনতা দিবসে (Independence Day) খবরের কাগজ কিংবা ইন্টারনেটে সোনার দাম (Gold rate/ Gold price) দেখছেন অনেকেই। পাহাড় সমান দাম দেখে অনেকে ঘাবড়ে গেলেও, এরই মধ্যে আবার কেউ কেউ টুক করে দোকানে গিয়ে নিজের পছন্দের গহনাটি কিনে আনছেন। তবে করোনা আবহে মাস্ক, গ্লাভস পড়েই চলছে সোনার গহনার কেনা বেচা।

আজকের দিনে জেনে নিন গোটা ভারতের কোথায় কেমন চলছে আজকের সোনা দাম এবং সেইসঙ্গে রূপোর দামও।

gold 2 2

প্রথমেই জানিয়ে রাখি গোটা ভারতের আজকের সোনার দর, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১২১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১২১০ টাকা। সেইসঙ্গে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২২১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২২১০ টাকা।

আজকে কলকাতায় (Kolkata) সোনার দাম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২০০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৫২০০০ টাকা।

দিল্লীতে সোনার মূল্য। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১১৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১১৭০ টাকা।

dubai bangle 1 gram gold polish gold real look bangle set of 4 df03 pongal4 designer bangles griiham

চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১১২ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১১২০ টাকা।

ব্যাঙ্গালোরে কিন্তু আজ বেশ কিছুটা কম রয়েছে সোনার দাম।

ব্যাঙ্গালোরে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৮৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৮৬০ টাকা।

২২ ক্যারেটের সোনার পর আসি ২৪ ক্যারেটের বিষয়ে। ২৪ ক্যারেট সোনা দিয়ে সচরাচর গহনা তৈরি কাজ না করা হলেও, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকে এই সোনা।

gold 15

কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৬৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৬৯০ টাকা।

দিল্লীতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫১১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫১১০ টাকা।

চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৫৭৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৫৭৭০ টাকা।

ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৩৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৩৯০ টাকা।

silver 7

সোনার দাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সব রাজ্যেই প্রায় একই রয়েছে।

আজকের রূপোর দাম– সোমবার দামের পতনের পর আজ সামান্য হলেও বেড়েছে রূপোর দাম। ১ গ্রামের দাম ৬৬.৯৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৬৯.৬০ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর