মধ্যবিত্তের কাছে আনন্দ সংবাদ, নতুন মাসের শুরুতেই রেকর্ড হারে কমল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ নতুন মাসের শুরুতেই মুখ থুবড়ে পড়ল সোনার বাজার। রেকর্ড হারে কমল সোনার দাম (Gold rate/ Gold price)। গতমাসের মাঝামাঝিতে আকাশ ছোঁয়া দামের প্রমাণ পাওয়া গেলেও, শেষের দিকে বেশ অনেকটাই কমেছিল দামের পারদ। সেই ধারা অব্যহত রেখে আবারও নতুন মাসের শুরুতে ব্যাপক হারে কমল সোনার দাম।

Goldjewellery

লকডাউনের মধ্যে বেশ কয়েকবার দামের ওঠা নামা করতে দেখলেও, একবার সোনার দাম প্রায় ৫৬ হাজার ছুঁই ছুঁই হয়ে গেছিল। এবার সেই দামের উট অনেকটাই পাহাড়ের নীচে নামল। অবশেষে স্বস্তি ফিরছে মধ্যবিত্তের ঘরে। সেপ্টেম্বরের শুরুতে যে পরিমাণে সোনার দাম কমেছে, আগস্টেও ততটা কমেনি। আজকে সন্ধ্যে ৭ টা অবধি দামের এই বিরাট পতন লক্ষ্য করা গেছে।

কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) রয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০১০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০১০০ টাকা। দিল্লীতে দাম নেমেছে ৫০ হাজারে। সোনার দর আজ দিল্লীতে পুরোপুরি ৫০ হাজার।

5ed54a7b2cba4.image

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ৫০ হাজারেরও অনেক নীচে নেমে এসেছে আজকের সোনার দাম, ১ গ্রাম সোনার দাম ৪৬৮৫ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৬৮৫০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৮২৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮২৫০ টাকা।

201702280050504227 Gold silver and cash looted from 2 houses SECVPF

২৪ ক্যারেট সোনার দাম
কলকাতা অপেক্ষা দিল্লীতে ২২ ক্যারেট সোনার দাম কম থাকলেও, ২৪ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে দিল্লী, জয়পুর এবং লখনৌ রয়েছে সবার প্রথমেই। এই জায়গাগুলোতে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৪৬০০ টাকা। সেখানে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৮৩ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৮৩০ টাকা।

Fyla Mode Real Pure 100 925 Sterling Silver Bangles Women Bracelets Twisted Rope Bangle Vintage Wedding

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি রূপোর দামেও বিরাট পতন লক্ষ্য করা গেছে। সোনার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সমগ্র ভারতে এক মাত্রাই থাকে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৭.২০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৭২ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর