Bangla Hunt Desk: মাসের প্রথম দিকে আকাশ ছোঁয়া দাম হলেও, শেষের দিকে অনেক কমেছে সোনার দাম (Gold rate/ Gold price)। প্রতিদিনই অল্প বিস্তর দামের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটা উর্দ্ধমুখী নয়, এবার তা নিম্নগামী। মাসের শেষ সপ্তাহে এসে বারে বারেই সেই দামের পতন লক্ষ্য করা যাচ্ছে।
চলতি সপ্তাহে রেকর্ড হারে কমল সোনার দাম। বিগত ১০ দিনের মধ্যে হিসেব করে দেখা গেছে আজকে রয়েছে সবথেকে কম দাম। সন্ধ্যে ৭ টা অবধি দামের এই বিরাট পতন লক্ষ্য করা গেছে, যা গত ২৫ শে আগস্টও লক্ষ্য করা গিয়েছিল। মধ্যবিত্ত মানুষের কাছে এযেন এক খুশির জোয়ার।
চলতি মাসের শুরু দিকে যেখানে সোনার দাম প্রায় ৫৬ হাজার ছুঁই ছুঁই ছিল, সেখানে ভারতে আজকের সোনার দাম (today’s gold price) রয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০৩৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০৩৫০ টাকা।
কলকাতায় সোনার ১ গ্রামের দাম ৫০১৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০১৭০ টাকা।
অন্যান্য দিন ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে কলকাতা এগিয়ে থাকলেও, আজকে কিন্তু এক্ষেত্রে দিল্লী এগিয়ে রয়েছে। দিল্লীতে রয়েছে সোনার দাম, ১ গ্রাম সোনার মূল্য ৫০৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০৬০০ টাকা।
অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালায়। ৫০ হাজারেরও অনেক নীচে নেমে এসেছে আজকের সোনার দাম, ১ গ্রাম সোনার দাম ৪৭৮০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৭৮০০ টাকা। এর ঠিক পড়েই রয়েছে মাইসোর, ম্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরের স্থান। এই তিন জায়গায় ১ গ্রাম সোনার আজকের দাম ৪৯০৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯০৫০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
২৪ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে এগিয়ে রয়েছে জয়পুর, লখনৌ এবং দিল্লী। কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৮৭ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২৮৭০ টাকা। কিন্তু জয়পুর, লখনৌ এবং দিল্লীতে রয়েছে ১ গ্রামের মূল্য আজকের দিনে ৫৫২০ টাকা এবং ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৫৫২০০ টাকা।
রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পতন হলেও, রূপোর দাম কিন্তু সামান্যই বেড়েছে। সোনার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু সমগ্র ভারতে এক মাত্রাই থাকে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৬.৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৬৯ টাকা।