বাংলা হান্ট ডেস্ক: এবার বক্সার জঙ্গলে দেখা মিলল বিরল প্রজাতির এক প্রাণীর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ওই জঙ্গলে প্রথমবারের মত হদিশ মিলেছে সোনালি বিড়ালের। যেটি মেলানিস্টিক এশিয়াটিক গোল্ডেন ক্যাট (Melanistic Asian Golden Cat) হিসেবেও বিবেচিত হয়। মূলত, বাঘের গতিবিধি নজরে রাখার জন্য যে ট্র্যাপ ক্যামেরা বক্সার জঙ্গলে লাগানো রয়েছে সেখানেই দেখা মিলছে এই সোনালি বিড়ালের।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে এই প্রজাতির বিড়াল সমগ্ৰ বিশ্বে শুধুমাত্র দেখা গিয়েছে থাইল্যান্ড, সুমাত্রা, নেপাল এবং ভুটানে। পাশাপাশি, ভারতে অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ডে এই গোল্ডেন ক্যাট দেখা গিয়েছে। তবে, এবার অত্যন্ত বিরল প্রজাতির এই প্রাণীটির উপস্থিতি দেখা গেল রাজ্যের জঙ্গলেও।
ইতিমধ্যেই তিন দিন আগে এক আন্তর্জাতিক জার্নালে বক্সার জঙ্গলে সোনালি বিড়ালের উপস্থিতির প্রসঙ্গটি উপস্থাপিত হয়। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাটি সামনে আসে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা পরভিন কাশোয়ানের লেখা রিপোর্টটিই ওই জার্নালে প্রকাশিত হয়। পাশাপাশি, ছবিগুলি ২০২১ সালে ধরা পড়ে বলেও জানানো হয়।
এই প্রসঙ্গে পরভিন কাশোয়ান বলেন, ওই আন্তর্জাতিক জার্নালটি হল আসলে একটি “গবেষণাপত্র”। শুধু তাই নয়, বক্সার জঙ্গলে সোনালি বিড়ালের উপস্থিতির স্বীকৃতি মেলার বিষয়টি যথেষ্ট আনন্দের বলেও মনে করেন তিনি। তাঁর মতে, “মেলানিস্টিক গোল্ডেন ক্যাট সহ মোট তিন প্রজাতির গোল্ডেন ক্যাট এই মুহূর্তে বক্সায় রয়েছে। বক্সায় ভরপুর জীব বৈচিত্র্যের কারণেই এটি সম্ভব হয়েছে।”
তথ্য অনুযায়ী, এশিয়াটিক গোল্ডেন ক্যাট-এর মোট ১৭ টি ছবি ধরা পড়েছে। যেগুলির মধ্যে পাঁচটি মেলানিস্টিক মরফ বলে জানিয়েছেন পরভিন কাশোয়ান। এদিকে, বিশেষজ্ঞদের মতে এই প্রজাতির উপস্থিতির প্রমাণ প্রথমবার মিলল বক্সায়। পাশাপাশি, এই মেলানিস্টিক এশিয়াটিক গোল্ডেন ক্যাট-কে পশ্চিমবঙ্গে টেমিনিক ক্যাটও বলা হয় থাকে। এই প্রসঙ্গে বক্সা টাইগার রিজার্ভের প্রাক্তন ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, এর আগে মেলানিস্টিক মরফ প্রজাতির বিড়াল দেশের উত্তর-পূর্বের রাজ্যে দেখা গেলেও এই প্রথমবার সোনালি বাদামি রঙের বিড়ালের খোঁজ মিলল বক্সায়। উল্লেখ্য যে, IUCN-এর তালিকা অনুযায়ী, এশিয়াটিক গোল্ডেন ক্যাট বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় রয়েছে।