ফের তারকা পতন, চুপিসারেই ইহজগৎ থেকে বিদায় নিলেন ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগোন

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) থেকে ফের এল মৃত্যুর দুঃসংবাদ। অভিনেতা হরিশ মাগোন (Harish Magon) প্রয়াত হয়েছেন সম্প্রতি। গোলমাল, চুপকে চুপকে এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এক রকম চুপিসারেই বিদায় নিলেন প্রবীণ অভিনেতা।

হরিশের ঠিক কী হয়েছিল তা স্পষ্ট করা হয়নি তাঁর পরিবারের তরফে। সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন এর তরফে সোশ্যাল মিডিয়ায় প্রথম জানানো হয় দুঃসংবাদটা। সেখানেই জানানো হয়েছিল ১৯৮৮ সাল থেকে CINTAA র সদস্য ছিলেন তিনি।

golmaal fame harish magon passed away nn

বলিউডের বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে একজন ছিলেন হরিশ মাগোন। বহু ছবিতেই অভিনয় করেছেন তিনি নিজের কেরিয়ারে। তবে তাঁর সবথেকে উল্লেখযোগ্য কাজ হল ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী ছবি ‘গোলমাল’এ। এই ছবিতে উৎপল দত্ত, অমোল পালেকরের মতো তাবড় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।

এছাড়াও চুপকে চুপকে, আঁধি, নমক হালাল এর মতো ছবি উল্লেখযোগ্য তাঁর কেরিয়ারে। মুম্বইয়ের জুহুতে একটি অভিনয় শেখানোর প্রতিষ্ঠান ছিল হরিশের। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে একে একে শোকপ্রকাশ করতে শুরু করেছেন নেটিজেন, অনুরাগীরা।

এক ব্যক্তি হরিশ সম্পর্কিত কিছু স্মৃতি শেয়ার করে জানিয়েছেন গুলজারের ঘনিষ্ঠ মহলে চেনা পরিচিতি ছিল তাঁর। সেই সুবাদে টুকটাক ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি কেরিয়ারের শুরুতে। উল্লেখ্য, হরিশের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন অনেকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর