লুকিয়ে পাকিস্তান সফরে জ্যাক মা! জানেই না চিন সরকার! ধুন্ধুমার লাগতে পারে বেজিং-ইসলামাবাদের

বাংলা হান্ট ডেস্ক : টানাপোড়েন চিন-পাকিস্তানের সম্পর্কে (China – Pakistan Relationship)। চিনা শিল্পপতি তথা আলিবাবা গোষ্ঠীর সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা (Jack Ma) সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁর এই অপ্রত্যাশিত পাক সফর নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর গত ২৯ জুন লাহোরে পা রেখেছিলেন জ্যাক মা।

পাকিস্তান সফরে জ্যাক মা ২৩ ঘণ্টা ছিলেন বলে জানান পাক ব্যবসায়ী মহম্মদ আজফর এহসান। এই পাক ব্যবসায়ী জানান, সফরের সময় কোনও সরকারি আধিকারিক বা মিডিয়া থেকে দূরে থাকতে একটি অজ্ঞাত স্থানে ছিলেন জ্যাক। ৩০ জুন একটি প্রাইভেট জেটে করে পাকিস্তান ছাড়েন জ্যাক মা।
পাকিস্তান সফরকালে জ্যাক মা অনেক ব্যবসায়ীর সঙ্গেই দেখা করেন। তাছাড়া বিভিন্ন চেম্বার অফ কমার্সের আধিকারিকদের সঙ্গেও নাকি জ্যাক বৈঠক করেন। তবে পাকিস্তানি সরকারের কোনও আধিকারিক বা প্রতিনিধির সঙ্গে দেখা করেননি জ্যাক মা।

jack ma jinping

মনে করে হচ্ছে পাকিস্তানে কোনও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা করতেই হয়ত লাহোরে গিয়েছিলেন জ্যাক মা। যদিও এই বিষয়ে নিশ্চিত ভাবে কেউ কিছুই বলতে পারছে না। এমনকী জ্যাক মা-এর এই সফরের বিষয়ে অন্ধকারে ছিল চিনা দূতাবাসও।

জ্যাকের সফর সম্পর্কে অপর এক পাকিস্তানি ব্যবসায়ী জোহেব খান জানান, আলিবাবা প্রতিষ্ঠাতা ব্যক্তিগত কারণে পাকিস্তানে এসেছিলেন। এদিকে বর্তমানে জ্যাক মা হংকং বিশ্ববিদ্যালয়ের একটি সান্মানিক অধ্যাপনার পদ গ্রহণ করেছেন। সেখানে বিজনেজ স্কুলে অধ্যাপনা করতে চলেছেন তিনি। ২০২৬ সাল পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করতে চলেছেন।

এর আগে তাঁর সংস্থার পতনের পর থেকে সেভাবে আর জনসমক্ষে আসতে দেখা যায়নি এই চিনা ধনকুবেরকে। চিনা সরকারের সঙ্গে ব্যবসায়িক কারণে সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছিল জ্যাকের। এরপর তাঁকে ২.৭৫ বিলিয়ন ডলারের জরিমানা করেছিল চিন সরকার। এরপর থেকেই সেভাবে জ্যাক মা-কে জনসমক্ষে দেখা যেত না।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর