চিকিৎসার জন্য রিকশা চালিয়ে জুনিয়রকে হাসপাতালে নিয়ে গেল কলেজের সিনিয়র দাদা

আরিফ খান ও আশফাক হামেদী দুজনেই এএমইউর ছাত্র । তবে আশফাক আরিফের সিনিয়র।গুরুতর আঘাত লাগায় আরিফের পা এখন খারাপ অবস্থায়। তাই  পা ঠিক করার জন্য একটি প্লাস্টার দরকার ছিল। করোনা ভাইরাস এর জন্য সমস্ত ছোট-বড় বেসরকারী হাসপাতাল  এখন বন্ধ।

এই পরিস্থিতিতে কেবল জেএন মেডিকেল কলেজ খোলা ছিলো। আর উপায় না পেয়ে আহত আরিফকে নিয়ে হাসপাতালে যায় আসফাঁক।   আশফাক রিকশার ব্যবস্থা করেলেও, রিকশাওয়ালা যেতে অস্বীকার করলে সে নিজেই রিকশা চালায় এবং আহত আরিফকে হাসপাতালে নিয়ে যায়।

   

corona 3 2

আর এই ঘটনা এখন সবার মনে দাগ কেটেছে বিশ্বে করোনা ভাইরাস আসতে অনেক ব্যতিক্রম ঘটনা দেখা গিয়েছে। এর মধ্যেও এটি ছিলো অন্যতম। লকডাউন চলাকালীন সময়ে আলীগড়ের রাস্তায় একটি রিকশায় তার ছোটো জনকে নিয়ে বড়ো জনের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে ২১  দিন তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার।

সম্পর্কিত খবর