পেট্রোল-ডিজেল সস্তা হওয়ার পর এবার ফের সুখবর! দাম কমল সর্ষের তেলেরও

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের দামের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে আমজনতার। এমনকি, জ্বালানির ক্রমশ দাম বৃদ্ধিতে হচ্ছিল মুদ্রাস্ফীতিও। এমতাবস্থায়, পেট্রোল-ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। যার ফলে, জ্বালানির দাম এখন অনেকটাই হ্রাস পেয়েছে। তবে, এবার কাচ্চি ঘানির তেলের দামেও বিরাট পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। মূলত, ইন্দোনেশিয়া ফের রপ্তানি শুরু করার ফলে দামের ক্ষেত্রে বিরাট হেরফের ঘটেছে।

ইন্দোনেশিয়া থেকে শুরু হয়েছে রপ্তানি:
বিদেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির আবহে ইন্দোনেশিয়া থেকে রপ্তানি শুরুর প্রভাব পড়েছে দেশের বাজারে। এমনকি, গত সপ্তাহে বেশিরভাগ তেল ও তৈলবীজের দাম কমার প্রবণতাও দেখা গেছে। এর প্রভাবে কাচ্চি ঘানি সর্ষের তেলের দাম ৪০ টাকা কম হয়েছে। আর এটাকেই ভোজ্য তেলের দামের বড় পতন বলে মনে করা হচ্ছে।

সর্ষের দাম কমেছে ১০০ টাকা:
এই প্রসঙ্গে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সর্ষের দাম ১০০ টাকা কমে ৭,৫১৫-৭,৫৬৫ টাকা প্রতি কুইন্টাল হয়েছে। এই কারণে সর্ষে দাদরি তেল কুইন্টাল প্রতি ২৫০ টাকা কমে ১৫,০৫০ টাকা হয়েছে। অন্যদিকে, সর্ষে পাক্কি ঘানি ও কাচ্চি ঘানি তেলের দাম ৪০ টাকা কমে যথাক্রমে টিন প্রতি (১৫ কেজি) ২,৩৬৫-২,৪৪৫ টাকা এবং ২,৪০৫-২,৫১৫ টাকা হয়েছে।

দাম কমেছে সয়াবিনেরও:
সূত্রের মতে, বিদেশি বাজারে বৃদ্ধি সত্ত্বেও, সয়াবিন দানা এবং সয়াবিন লুজের দাম এখন কমেছে। বর্তমানে সয়াবিন দানার দাম প্রতি কুইন্টালে দাঁড়িয়েছে ৭,০২৫-৭,১২৫ টাকায় এবং সয়াবিন লুজের দাম হয়েছে প্রতি কুইন্টালে ৬,৭২৫ থেকে ৬,৮২৫ টাকা। পাশাপাশি, গ্রাউন্ডনাট সলভেন্ট রিফাইন্ডের দামও ২৫ টাকা কমে হয়েছে ২,৬২৫-২,৮১৫ টাকা।

Edible Oil

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে, বিদেশি বাজারে উচ্চ দামের কারণে, অপরিশোধিত পাম তেলের দামও প্রতি কুইন্টাল ৫০০ টাকা কমে ১৪,৮৫০ টাকা হয়েছে। পাশাপাশি, পামোলিন দিল্লির দাম ৬০০ টাকা কমে প্রতি কুইন্টালে হয়েছে ১৬,৩৫০ টাকা এবং পামোলিন কাণ্ডালার দাম ৫২০ টাকা কমে প্রতি কুইন্টালে হয়েছে ১৫,২০০ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর