১২ দিন পরই লটারি! সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, কারা কত পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Workers)। নতুন বছরেও ফের কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এমনটাই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী ১২ দিন। চলতি মাসের শেষ তারিখ ৩১ জানুয়ারিতেই বড় খবর পেতে চলেছেন তারা।

কি কি সুখবর আসছে? আগামী ৩১ জানুয়ারির দিনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) সংক্রান্ত সূচক প্রকাশিত হতে পারে৷ আর তারপরেই জানুয়ারিতে ২০২৪-এ ঠিক কতটা ডিএ বাড়তে পারে সেই হিসেব সামনে আসবে। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার ওপর ভিত্তি করে ২০২৪ সালে প্রথম দিকে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে।

মনে করা হচ্ছে ১ জানুয়ারি ২০২৪-এ ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আবার অনেক মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে ৫১ শতাশ ডিএ দেওয়া হতে পারে। তবে ৫১ না হলেও ৪ শতাংশ পর্যন্ত ডিএ (Dearness Allowance) যে বৃদ্ধি পাবে তা এক্কেবারে নিশ্চিত।

বর্তমানে সরকারি কর্মীদের মোট ডিএ-এর অঙ্ক ০.৬০ শতাংশ। এআইসিপির সূচক অনুযায়ী ০.৭ শতাংশ পর্যন্ত তা পৌঁছতে পারে। তাই আগামী ১২ দিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত অক্টোবর মাসেই ৪% ডিএ (DA)বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। আগে ৪২% মহার্ঘ ভাতা পেতেন তারা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৬%। এরই মধ্যে নতুন বছরের শুরুতেই ফের একবার কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: ৫৫০ বছরের অপেক্ষার অবসান! রামমন্দিরের গর্ভগৃহে বসলেন রামলালা, প্রকাশ্যে প্রথম ছবি

da hike8

এবার মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। অর্থাৎ ডিএ শূন্য হয়ে যাবে ৷ ৫০ শতাংশ ডিএ সরকারি কর্মীদের বেসিক স্যালারিতে যুক্ত হবে। সরকার আনুষ্ঠানিকভাবে এখনও মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে কিছু না করলেও খুব শীঘ্রই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর