কৃষকদের জন্য সুখবর! বুলবুলে ক্ষতিগ্রস্ত চাষিদের বিকল্প চাষের ব্যবস্থার সিদ্ধান্ত মমতা সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : এক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। আর বুলবুলের তাণ্ডবে উপকূলবর্তী অঞ্চল গুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন বসিরহাট নামখানা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ সহ পূর্ব মেদিনীপুরের দিঘা মন্দারমণি সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।

Howrah: West Bengal Chief Minister Mamata Banerjee interacts with media over the ongoing doctor’s strike, in Howrah, Saturday, June 15, 2019. (PTI Photo) (PTI6_15_2019_000182B)

ইতিমধ্যেই সেই সমস্ত জায়গা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিকল্প চাষের পরিকল্পনা সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার। তাই এলাকা পরিদর্শন করে কৃষি দফতরের আধিকারিকদের থেকে পাওয়ার রিপোর্ট অনুসারে পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

কয়েকদিন আগে বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি নবান্নে একটি পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের বিকল্প চাষ ও ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেন। তাই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে যে মোট 9.15 লক্ষ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য ঘূর্ণিঝড়ের জেরে বিশেষ করে শীতকালীন ফসল গুলো বেশি ক্ষতি হয়েছে এ ছাড়াও ধানের জমি ফুল ও পান সহ সরষে ডাল সব্জি এসব ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

X