চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এই কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় খবর সামনে এসেছে। শুধু তাই নয়, এবার রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্টিল প্ল্যান্টে চাকরির সুযোগও। মূলত, ইতিমধ্যেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (Steel Authority of India Limited, SAIL) তরফে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

শূন্যপদের বিবরণ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত Management Trainees (Technical) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে, ভারতের যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন। অর্থাৎ, পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্যও রয়েছে বড় সুযোগ।

শুন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ৯২ টি।

শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে শূন্যপদের বিভিন্ন বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮। পাশাপাশি সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ২৮ বছর। তবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতনের পরিমাণ: এক্ষেত্রে, মাসিক বেতনের পরিমাণ হল ৫০,০০০ টাকা।

আরও পড়ুন: এবার প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক? সামনে এল বড় আপডেট

আবেদন প্রক্রিয়া: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে তাঁদের www.sail.co.in-এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তারপর আবেদন জানানোর সময়ে একটি বৈধ ইমেইল আইডি সহ মোবাইল নম্বর রেজিস্টার্ড করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করার মাধ্যমে সবশেষে আবেদন ফি জমা দিতে হবে।

আরও পড়ুন: পাত্তা পাবেনা সোনাও! এটাই হল বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু, দাম জানলে উড়ে যাবে হুঁশ

আবেদন ফি: জানিয়ে রাখি যে, সাধারণ ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি-র পরিমাণ হল ৭০০ টাকা। পাশাপাশি, সংরক্ষিত এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি হল ২০০ টাকা।

Good news for job seekers Recruitment

গুরুত্বপূর্ণ তারিখ: এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ হল আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর