মাথায় হাত জঙ্গিদের, অবশেষে ভারত পেতে চলেছে মেরিন পুলিশ ফোর্স !

বাংলা হান্ট ডেস্ক : ভারতের উপকূল রেখা সুরক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে, তবে এবার সুরক্ষাকে জোরদার করার লক্ষ্যে উপকূলবর্তী এলাকায় কেন্দ্রীয় মেরিন পুলিশ ফোর্স পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ আগামী মাসে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে বলেও জানা গিয়েছে৷19 Mar 2019 Somali Police Force Maritime Police Unit’s Officers train for their future 2

এমএইচ এই সূত্রে খবর, অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মতো কেন্দ্রীয় মেরিন পুলিশ ফোর্স নিজস্ব ক্যাডার বিধি ও আইন অনুযায়ী কাজ করবে৷ একই সঙ্গে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য উচ্চ পদমর্যাদার কর্মকর্তারা৷ কেন্দ্রীয় মেরিন পুলিশ ফোর্স ভারতের বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলে দায়িত্ব পালন করবে, মোট তেরোটি রাজ্য, 1197 টি দ্বীপপুঞ্জ এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে নজরদারি চালাবে তারা৷

যদিও এই প্রথমবার নয় এর আগে 2016 সালে মেরিন ফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু পাকিস্তান সহ বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি যেভাবে ভারতকে লাগাতার হুমকি দিচ্ছে তাতে উপকূলের সুরক্ষা নিশ্চিত করতেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে৷

যদিও উপকূলের সুরক্ষা সুনিশ্চিত করতে 2005 সালে উপকূলীয় সুরক্ষা পর্ব চালু করা হয়েছে যার অধীনে 200 টি উপকূলীয় পুলিশ স্টেশন রয়েছে, এ ছাড়াও কয়েক শ নৌকা কয়েকটি যেতেই কয়েক শ চাকা সহ হুইলার চেক চেক পোস্ট আউটপোস্ট বরাদ্দ করা হয়েছে৷

সম্পর্কিত খবর