প্রবীণদের জন্য দুর্দান্ত খবর! সুদ-আয় বৃদ্ধির লক্ষ্যে দ্বিগুণ করা হল আমানতের সীমা

বাংলাহান্ট ডেস্ক : অর্থমন্ত্রী (Minister of Finance of India) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বুধবার বাজেট বক্তৃতায় বড় সুখবর দিলেন প্রবীণ নাগরিকদের (Senior citizen) জন্য। অর্থমন্ত্রী বুধবার বাজেট বক্তৃতার সময় বয়স্ক নাগরিকদের সঞ্চয় প্রকল্পের (Savings Scheme) দুটি স্কিমে দ্বিগুণ করে দিয়েছেন আমানতের পরিমাণ। এর ফলে প্রবীর নাগরিকরা ডাকঘরে সঞ্চয় প্রকল্পে এবার আরও বেশি সুদ (Interest) লাভ করতে পারবেন।

এই স্কিম দুটি হল সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ও এম আই এস বা মন্থলি ইনকাম স্কিম। এতদিন পর্যন্ত বয়স্ক ব্যক্তিরা প্রথম স্কিমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখতে পারতেন। অর্থমন্ত্রী আজ জানান সেটি এক লাফে দ্বিগুণ করে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা করা হয়েছে। প্রবীণ নাগরিকরা এতদিন ডাকঘরের এম আই এসেও বিশেষ সুবিধা পেতেন। ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সাড়ে চার লাখ টাকা ও জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ নয় লাখ টাকা রাখতে পারতেন।

আজ বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান এবার থেকে প্রবীণ নাগরিকরা চাইলে আরো বেশি টাকা সঞ্চয় করে অতিরিক্ত সুদ আদায় করতে পারবেন। এবার থেকে ব্যক্তিগতভাবে এই স্কিমে সর্বোচ্চ সাড়ে সাত লাখ টাকা রাখা যাবে। জয়েন্ট একাউন্ট এর ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা রাখা যাবে। বিগত কয়েক বছর ধরে ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হার হ্রাস পাওয়ায় বিপাকে পড়েছেন প্রবীর নাগরিকরা।

senior citizen fd

অনেকেই আছেন যারা ডাকঘরের সঞ্চয় প্রকল্পের সুদে সংসার চালান। এর ফলে দাবি উঠতে থাকে ডাকঘরে সুদের হার বৃদ্ধি করার কিংবা সঞ্চয় এর পরিমাণ বৃদ্ধি করার। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় খানিকটা হলেও স্বস্তি পাবেন প্রবীণ নাগরিকরা। যারা অতিরিক্ত অর্থ জমা করবেন তারা পাবেন অতিরিক্ত সুদ। অন্যদিকে, আমানতের পরিমাণ দ্বিগুণ হওয়ায় বাড়তি কমিশন পাবেন এজেন্টরাও।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর