বাংলা হান্ট ডেস্ক: এবার জাতীয় শিক্ষানীতি মেনে একাদশ শ্রেণী থেকে নতুন নিয়ম লাগু হতে চলেছে। চলতি বছরই পরিবর্তন আসছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে। উচ্চমাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদ নিয়ে আসছে সেমেস্টার সিস্টেম। এদিকে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের (Madhyamik Pariksha) ফলাফল। তারপর থেকে ‘সাবজেক্ট কম্বিনেশন’ বাছাই নিয়ে ব্যপক চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। তবে এই সাবজেক্ট কম্বিনেশন বাছাইয়ের নিয়ম সম্পর্কেও জানিয়ে দেয় শিক্ষা সংসদ।
শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ন্যূনতম কত নম্বর পেতে হলে কোন বিষয় বাছাই করতে হবে। কিন্তু সেই বিজ্ঞপ্তির ওপর নানান প্রশ্ন উঠতে শুরু করে। সেই কারণে নতুন করে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ। ২ মে বিষয় ভিত্তিক নম্বর প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা সংসদ। সেখানে বলা হয়, একাদশ এবং দ্বাদশ বায়োলজি নিতে বললে মাধ্যমিকের জীবনবিজ্ঞানে ন্যূনতম ৩৫% নাম্বার পেতেই হবে।
একই নিয়ম মেনে অঙ্ক ভিত্তিক বিভিন্ন বিষয় যেমন কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, অ্যাকাউন্ট্যান্সি, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এবং অঙ্ক পড়তে চাইলে, অঙ্কের ওপর ন্যূনতম ৩৫% নাম্বার থাকতেই হবে। একাদশ এবং দ্বাদশে পদার্থবিদ্যা এবং রসায়ন রাখতে হলে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানে ন্যূনতম ৩৫% নাম্বার পেয়ে থাকতে হবে।
আরও পড়ুন:স্ত্রীর অত্যাচারে প্রাণ ওষ্ঠাগত! সিগারেটের ছ্যাঁকা দিয়ে স্বামীর যৌনাঙ্গ পুড়িয়ে দিলেন বেগম
শিক্ষা সংসদের এই বিজ্ঞপ্তি সামনে আসার পর পরই নানান সমস্যা শুরু হয়ে যায় বিভিন্ন স্কুলে। বিভিন্ন শিক্ষক সংগঠন এবং স্কুলের তরফে শিক্ষা সংসদের কাছে বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়। সেই আবেদন মেনে নিয়ে নতুন বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে শিক্ষা সংসদ। সেক্ষেত্রে জানানো হয়েছে যে, অ্যাকাউন্ট্যান্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পড়ার জন্য মাধ্যমিকে অঙ্কে ৩৫% নাম্বার না পেলেও চলবে। কিন্তু বাকি বিষয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছেনা।