লোন থেকে শুরু করে EMI; শীঘ্রই আসবে “গুড নিউজ”, কি জানালেন RBI গভর্নর?

বাংলা হান্ট ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) টানা দশম বার রেপো রেটে কোনও পরিবর্তন করেনি। তবে, ডিসেম্বর বা ফেব্রুয়ারি মাসে রেপো রেট কমানোর ইঙ্গিত পাওয়া গেছে। RBI গভর্নর এই MPC ঘোষণায় রেপো রেট কমানোর মঞ্চ সম্পূর্ণরূপে সেট করেছেন। এই ঘোষণার পর শেয়ার বাজারে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নিফটিতে ১৬৭ পয়েন্টের বৃদ্ধি দেখা যাচ্ছে। অন্যদিকে, সেনসেক্স ৮২,০০০ পয়েন্ট অতিক্রম করেছে।

কি জানিয়েছে RBI (Reserve Bank Of India):

RBI MPC-র ৬ জনের মধ্যে ৫ জন রেপো রেটে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের ফেব্রয়ারি মাস থেকে রেপো রেটে কোনও পরিবর্তন হয়নি। তার আগে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, RBI (Reserve Bank Of India) রেপো রেট ২.৫০ শতাংশ বাড়িয়েছিল। এরপর রেপো রেট পৌঁছে যায় ৬.৫ শতাংশে। যা এখনও একই স্তরে রয়েছে। এদিকে, ইউরোপিয় সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পরে RBI-ও তাদের নীতি পরিবর্তন করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু, তা ঘটেনি।

অর্থনীতি চাঙ্গা থাকবে: এই প্রসঙ্গে তথ্য দেওয়ার সময়, RBI (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে আগামী ত্রৈমাসিকে অর্থনীতি খুব ভালো থাকতে পারে। অতএব, তিনি আগামী ত্রৈমাসিকের জন্য তাঁর অনুমান বাড়িয়েছেন। দেশের অর্থনীতি তৃতীয় ত্রৈমাসিকে ৭.৪ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। যা আগে ছিল ৭.২ শতাংশ। এদিকে, চতুর্থ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধি অনুমান করা হয়েছে ৭.৪ শতাংশে। যা আগে রাখা হয়েছিল ৭.৩ শতাংশে।

Good news may come soon, said Governor of Reserve Bank Of India.

এদিকে, আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশে বৃদ্ধির হার ধরা হয়েছে ৭.৩ শতাংশ। যা আগে ছিল ৭.২ শতাংশ। তবে, RBI (Reserve Bank Of India) কোনও পরিবর্তন না করেই চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.২ শতাংশে রেখেছে। অন্যদিকে, RBI দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির অনুমান ৭.২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছে।

আরও পড়ুন: পুজোর ক’টা দিনে উঠুক ছবির ঝড়! অংশগ্রহণ করুন বাংলা হান্ট-এর সেলফি কনটেস্টে, মিলবে দুর্দান্ত উপহার

মুদ্রাস্ফীতির অনুমান বৃদ্ধি: অন্যদিকে, RBI ( Reserve Bank Of India) তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির অনুমান বাড়িয়েছে। RBI গভর্নরের মতে, তৃতীয় ত্রৈমাসিকে দেশে মুদ্রাস্ফীতির হার হতে পারে ৪.৮ শতাংশ। আগে এই পরিসংখ্যান অনুমান করা হয়েছিল ৪.৭ শতাংশ। অন্যদিকে, চতুর্থ ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার কমেছে ৪.২ শতাংশে। যা আগে রাখা হয়েছিল ৪.৩ শতাংশ। একইসঙ্গে আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হারের অনুমান ৪.৩ শতাংশে নেমে এসেছে। যা আগে ছিল ৪.৪ শতাংশ। এদিকে, চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার ৪.৫ শতাংশের অনুমান কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন: এবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ, মিলবে দুর্দান্ত বেতন, এভাবে করুন আবেদন

শেয়ার বাজারে উত্থান: এদিকে, RBI (Reserve Bank Of India)-এর এই সিদ্ধান্তের জেরে শেয়ার বাজারে উত্থান পরিলক্ষিত হয়েছে। সেনসেক্স ৩০০ পয়েন্ট বৃদ্ধির সাথে সাথে ৮১,৯৭৬.১৮ পয়েন্টে লেনদেন করেছে। ট্রেডিং সেশনে সেনসেক্স ৮২,১৯১.৭৮ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, নিফটি ১২১.৩৫ পয়েন্ট বৃদ্ধির সাথে সাথে ২৫,১৩৪.৫০ পয়েন্টে ট্রেড করে। যেখানে ট্রেডিং সেশনের সময়ে নিফটি ২৫,১৯০.৩৫ পয়েন্ট নিয়ে দিনের সর্বোচ্চে পৌঁছেছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর