SBI, ICICI ও HDFC গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর, বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

বাংলাহান্ট ডেস্ক : ব্যাঙ্ক গ্রাহকদের জন্য জরুরি ঘোষণা। যদি আপনিও নিতে চান লোন, তাহলে ব্যাঙ্ক সুবিধা দেবে আরও অনেক বেশি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষনা করেছেন ব্যাঙ্ককে আরও বেশি গ্রাহককের সুবিধার কথা ভাবতে হবে।

অর্থমন্ত্রী ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছেন তারা যাতে তাদের সমস্ত নিয়ম অনেক সহজ সরল বানায়। যাতে গ্রাহকের কোনও অসুবিধা না হয়। কয়েকদিন আগেই কিছু উদ্যোগপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং হয় অর্থমন্ত্রীর। সেই মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজলভ্য করার।

এসবিআই এর চেয়ারম্যান বিনেশ কুমার খারা বলেন, স্টার্টআপ কম্পানিগুলির বেশি চিন্তা ইক্যুইটি নিয়েই হয়। অর্থমন্ত্রী বলেন, ব্যাঙ্কের উচিত আরও বেশি গ্রাহককে পরিষেবা দেওয়া। আরও বেশি গ্রাহক অনুকূল হওয়া। তবে অনুকূল হলেও সুরক্ষার যেন কোনও খামতি না থাকে।

এসবিআই-এর চেয়ারম্যান বলেন, গ্রাহকদের সুবিধার জন্যই শুরু করা হয়েছে ডিজিটাল পরিষবা। এই ডিজিটাল পরিষেবার মাধ্যমেই সমস্ত সমস্যার হবে বলেই মনে করেন তিনি।

প্রবল চাপে থাকা ডাক বিভাগের জন্যও বড়সড় ঘোষণা করলেন নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ তাঁর বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন দেশের ১.৫ লাখ পোস্ট অফিসকে আনা হচ্ছে কোর ব্যাঙ্কিং সিস্টেমের আওতায়। এখানে থাকছে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম-এর সুবিধে পাওয়া যাবে। এর ফলে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষজনের কাছে পৌঁছে যাবে ব্যাঙ্কিং ব্যবস্থার সুবিধে।

Untitled design 29 3

অর্থমন্ত্রী বলেন, ‘২০২২ সালে দেশের দেড় লাখ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং সিস্টেমের সঙ্গে জুড়ে দেওয়া হবে। এর ফলে পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। পাশাপাশি মিলবে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম-এর সুবিধে।’ অর্থমন্ত্রী আরও বলেন, পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিংয়ের সঙ্গে জুড়ে দেওয়ার ফলে দেশের কৃষক, বয়স্ক মানুষজন ও গ্রামীন এলাকার মানুষজন বেশি উপকৃত হবেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর