বাংলাহান্ট ডেস্কঃ ইউরোপ (Europe) -আমেরিকার (America) মতো ভয়াবহ পরিস্থিতি নয়। কিন্তু ভারতে দৈনিক নতুন করোনা সংক্রমণের সংখ্যা একটু একটু করে হলেও এখনও বেড়ে চলেছে। এই সংক্রমণেও মাঝে মাঝে স্বস্তির খবর জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Harshavardhan)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা মহামারীর সময়েও মাঝে মাঝে দেশে স্বস্তির খবর জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন – ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গত ২৪ ঘন্টার মধ্যে করোনার একটিও ঘটনা পাওয়া যায়নি। এটি শুভ লক্ষণ। দেশের রাজধানী দিল্লির মান্দাবালি অঞ্চলে কোভিড কেয়ার সেন্টারে ব্যবস্থা নিরীক্ষণের পর, কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন- কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত রাজ্যগুলিতে ৭২ লক্ষ মানুষকে এন 95 মাস্ক এবং ৩৬ লাখ পিপিই কিট প্রেরণ করেছে।
Delhi: Union Health Minister Harsh Vardhan inspects a Covid care centre in Mandoli area. He says, "There are 4362 Covid care centres across the country where 346856 patients with mild or very mild symptoms can be kept". pic.twitter.com/EueLxbEYfl
— ANI (@ANI) May 10, 2020
স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে এখনও পর্যন্ত চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে করোনার ভাইরাসের কোনও খবর পাওয়া যায়নি। তিনি দেশে করোনার ভাইরাস মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে বলেছিলেন, দেশে ৪৩৬২ টি করোনার কেয়ার সেন্টার রয়েছে যেখানে হালকা ও মাঝারি লক্ষণযুক্ত ৩ লক্ষ ৪৬ হাজার ৮৫৬ জন রোগীর থাকার ক্ষমতা রয়েছে।
দেশে করোনার সংক্রমণের সংখ্যা বেড়েছে ৬২২ হাজারেরও বেশি। বেশিরভাগ ক্ষেত্রে মহারাষ্ট্র (২০২২৮), গুজরাট (৭৭৮৬), দিল্লি (৬৫৪২), তামিলনাড়ু (৬৫৩৫) রাজ্যে রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, মিজোরামের মতো অনেক রাজ্যে এখন আর একটিও সক্রিয় মামলা নেই। এছাড়াও, আরও অনেক রাজ্য করোনার ভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে সফল হয়েছে