বাংলাহান্ট ডেস্কঃ টিকটকের (tiktok) রেটিং বাড়াতে 6 মিলিয়ন রিভিউ ডিলিট করল গুগল (google)। যার জেরে ১.২ থেকে ১.৬ এ উঠে এসেছে টিকটকের রেটিং। নোবার্ট ইলেকস, ভেরিফাইড টুইটার ব্যবহারকারী এবং একটি ডেটা স্টোরিলার হিসাবে তিনি ন সম্প্রতি একটি টুইটে দাবি করেছেন “স্পষ্টতই গুগল রাতারাতি ১ মিলিয়ন টিকটক পর্যালোচনা মুছে ফেলেছে, এ কারণেই রেটিংটি 1.2 থেকে 1.6 টি স্টারে বেড়েছে।”
টিকটক ( tiktok) ও ইউটিউব ( youtube) কে সেরা ? সেই নিয়ে নেটপাড়ায় জোর লড়াই অনেকদিনই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বরাবরই। এমনকি ইউটিউবের একচেটিয়া ব্যবসাতেও বেশ কিছুটা ভাগ বসিয়েছিল টিকটক। কিন্তু ভারতের জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিনাতি ও আমির সিদ্দিকির লড়াই এর কারনে, বহু নেটিজেন 1 স্টার রেটিং দিয়ে ভারতে অ্যাপটিতে নিষেধাজ্ঞার দাবি তুলেছে। টুইটারে #bantiktok হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে। যার ফলেই ৪.৫ থেকে এক ধাক্কায় টিকটকের রেটিং ১.২ এ নেমে গিয়েছিল।
একদিন আগে, প্লেস্টোর 28 মিলিয়ন রিভিউ সহ টিকটকের রেটিং 1.2 টি ছিল সেখানে আজ 1.6 স্টার সহ 27 মিলিয়ন রিভিউ রয়েছে।বর্তমানে প্লে স্টোর টিকটকের জন্য 22 মিলিয়ন পর্যালোচনা দেখায় এবং এতে 1.5 টি স্টার রয়েছে। এর অর্থ গত সপ্তাহ থেকে গুগল প্রায় পাঁচ মিলিয়ন ব্যবহারকারী রিভিউ সরিয়ে দিয়েছে। যদিও গুগলের এই রিভিউগুলি অপসারণের কারণ উল্লেখ করা হয়নি তবে এটি কিছুটা হলেও অ্যাপ্লিকেশনটির র্যাঙ্কিংয়ের উন্নতি করেছে।
প্রসঙ্গত, ক্যারিমিনাতি ও আমির সিদ্দিকির সামাজিক মাধ্যমে লড়াইয়ের পর থেকেই টিকটকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে শুরু করে। অ্যাসিড ছোড়া থেকে শুরু করে ধর্ষন টিকটকে সবকিছু নিয়েই নির্বিচারে যে ভিডিও তৈরি হয় তা নিয়ে দেদার সমালোচনা হয়। পাশাপাশি জোরালো দাবি ওঠে টিকটক ব্যান করার।