কেনাকাটা হবে আরও সহজ! কোন পোশাকে কেমন লাগছে আপনাকে? জানাবে Google-এর AI ফিচার

Published on:

Published on:

Google introduces new feature that will use AI tool create a picture

বাংলা হান্ট ডেস্ক: ব্যস্ততার জীবনে অনলাইন শপিং এখন সকলের ভরসা। এবার এই অনলাইন শপিংয়ের অভিজ্ঞতায় এক নতুন যুগের সূচনা করল গুগল (Google)। এবার থেকে শুধুমাত্র জামাকাপড় নয়, সরাসরি দেখে নেওয়া যাবে সেটি পড়ে আপনাকে কেমন লাগবে। এআই (AI) এর সাহায্যে গুগল তাদের শপিং প্লাটফর্মে আনছে একগুচ্ছ নতুন ফিচার। যার মধ্যে এটি অন্যতম।

গুগল আনল নতুন AI ফিচার ঘরে বসেই দেখুন কোন পোশাকে কেমন লাগবে আপনাকে (Google)

চলতি বছরের মেয়ে মাসে গুগল (Google) বাজারে এনেছিল ‘ডপ্পল’ (Doppl) নামে একটি অ্যাপ। এর আগে ভার্চুয়াল অ্যাপের মাধ্যমে ইউজাররা নিজেদের ডিজিটাল অবতার দিয়ে পোশাক পরখ করতে পারতেন। তবে এবার সেই পরিষেবা আরো উন্নত করল গুগল (Google)।

কীভাবে কাজ করবে এই পরিষেবা?

গুগলের তরফ থেকে জানানো হয়েছে, শপিং প্লাটফর্মে (Shopping App) বা গুগল ইমেজে জামা কাপড় সংক্রান্ত যে অপশনটি আসবে সেখানে try it on’ আইকনের টাচ করলে শুরু হবে এই ফিচারটি। এবার নিজের একটি ছবি ফুললেন্থে আপলোড করলে গুগলের এয়াই জানিয়ে দেবে, কোন প্যান্ট বা কোন জামাটি আপনার গায়ে কেমন লাগবে। পাশাপাশি এখানে একাধিক পোশাক ট্রাই করতে পারবেন। ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

জানা যায়, এই পরিষেবা শুরু হয়েছিল মে মাসে ‘সার্চ ল্যাবস’ এর সীমিত ব্যবহারকারীদের জন্য শুরু হয়েছিল। তবে এখন তা ধাপে ধাপে সব মার্কিন গ্রাহকদের জন্য চালু হচ্ছে। গুগলে তরফ থেকে জানানো হয়েছে, এই পরিষেবা পেলে মানুষ বুঝতে পারবে তাকে কোন পোশাকে কেমন লাগছে। এর ফলে রিটার্ন রেটের পরিমাণ কমে আসবে।

Google introduces new feature that will use AI tool create a picture

আরও পড়ুন: আইন ভাঙলে শাস্তি দিন! ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

এছাড়াও, গুগলের (Google) এআই (AI) এখন আরও উন্নত হয়েছে টেক্সট-বেসড সার্চেও। কেউ যদি লেখেন, ‘শীতে পরার জন্য  সোয়েটার’ কিংবা ‘হাজার টাকার নীচে হালকা গ্রীষ্মকালীন ড্রেসের ছবি দেয় তাহলে সেখান থেকেও নির্ভুলভাবে প্রোডাক্ট সাজেস্ট করবে সার্চ ইঞ্জিন।