jio তে লগ্নি google এর, ৫জি পরিষেবা আনতে চলেছে মুকেশ অম্বানির সংস্থা

বাংলাহান্ট ডেস্কঃ Google এবার লগ্নি করতে চলেছে মুকেশ অম্বানির সংস্থা jio তে। পাশাপাশি, জিও এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে স্পেকট্রাম পেলেই ৫জি ট্রায়াল শুরু করবে সংস্থাটি। জিও এর বার্ষিক সাধারণ সভায় এই তথ্য ভাগ করে নিয়েছেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি।

0Google Jio

জানা গিয়েছে, বিশ্বের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা জিওতে ৭.৭ শতাংশ শেয়ার নেবে গুগল। যার জন্য তারা বিনিয়োগ করবে ৩৩,৭৩৭ কোটি টাকা। এর আগে গত তিন মাসে বেশ কয়েকটি প্রথম সারির আন্তর্জাতিক সংস্থার সাথে গাঁটছড়া বেধেঁছিল গুগল। ফেসবুক সহ মোট ১২ টি ইনভেস্টর জিও তে মোট ২.১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে গত কয়েক মাসে। যার কারনে এই মুহুর্তে জিও ঋণমুক্ত।

পাশাপাশি, ৫ জি নিয়েও কাজ শুরু করে দিয়েছে জিও। স্প্রেকটাম মিললেই ট্রায়াল শুরু হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ক্লাউড কমপুটিং, এআর, ভিআর প্রভৃতি নিয়ে সংস্থা কাজ করেছে। প্রায় ২০টি স্টার্টআপের সঙ্গে একযোগে এই কাজ হয়েছে। জিও জানিয়েছে ৫ কোটি বাড়ি ও ব্যাবসাকে আগামী দিনে তারা প্রযুক্তির সাথে যুক্ত করতে চায়।

এছাড়াও, সম্প্রতি ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রযুক্তির সাথে যুক্ত করতে জিওমার্টকে হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ আম্বানি। দেশের ছোট ও মাঝারি দোকান, মুদি, স্টেশনারি দোকান, হকার, ছোট ব্যবসায়ীদের এক ছাতার তলায় আনতে জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে তৈরি হবে নতুন ই-কমার্স মডেল৷। যেখান থেকে অনলাইনেই স্থানীয় দোকান বা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার দেওয়া যাবে। দাম মেটানো যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। আর সেই অর্ডার নিয়ে বাড়ির দরজায় পৌঁছে দেবে জিওমার্ট।

জিওমার্ট আর হোয়াটসঅ্যাপের জুটিতে ছোট ব্যবসায়ীরাও ডিজিটাল কেনাবেচায় অভ্যস্ত হবেন। লকডাউন বা ভবিষ্যতে এমন সঙ্কটের পরিস্থিতি এলে অনলাইনেই গ্রাহকরা জিনিসপত্রের অর্ডার দিতে পারবেন। ডিজিটাল ব্যবসার এক নতুন দিগন্ত খুলে যাবে দেশে। ছোট ব্যবসায়ীদের রুজি রোজগারে টান পড়বে না। দ্বিতীয়ত, সুবিধা রয়েছে গ্রাহকদেরও। বাড়ি বসেই সহজে নিত্যপ্রয়োজনীয় জিনিস চলে আসবে হাতে। জিওমার্ট যেহেতু রিল্যায়ান্স জিও-র প্ল্যাটফর্ম হওয়ায় অফারও চলতে থাকবে বিভিন্ন সময়ে।


সম্পর্কিত খবর