জলের দামে পেয়ে যাবেন Google Pixel 7 Pro, 21 হাজার টাকা সস্তা হয়ে গেল ফোন

বাংলা হান্ট ডেস্ক : আমাজন (Amazon) এবং ফ্লিপকার্ট (Flipkart) জুড়ে শুরু হয়ে গেছে ধামাকাদার সেল। দামী দামী সব গ্যাজেট একেবারে জলের দামে বিকোচ্ছে। ফোন থেকে শুরু করে চাল আটা, সবেতেই চলছে ধামাকা অফার। এমতাবস্থায় আপনিও যদি মোবাইল ফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য। Google Pixel 7 Pro ফোনটি পেয়ে যাবেন একেবারে জলের দামে। গত বছর ফোনটি যখন লঞ্চ হয় তখন তার দাম ছিল 84,999 টাকা। এখন কত দামে পাবেন?

Google Pixel 7 Pro-এ অফার: এক ঝটকায় প্রায় 17,000 টাকা কমে গেছে ফোনের দাম। এই মুহূর্তে আপনি এই ফোনটি 67,999 টাকায় কিনতে পারবেন। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে প্রায় 4,000 টাকা ছাড় পেয়ে যাবেন। এদিকে Flipkart Axis Bank ক্রেডিট কার্ডেও 1500 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

Pixel 7 Pro-এর স্পেসিফিকেশন: 6.7 LTPO OLED ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর রেজোলিউশন হল 3,120 x 1,440 পিক্সেল। পাশাপাশি ফোনটির 12 GB RAM + 256 GB স্টোরেজ পেয়ে যাবেন।

Google Pixel 7 Pro ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। তাতে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 12-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি 48-মেগাপিক্সেল টেলিফটো লেন্স। টেলিফোটো লেন্স থাকার কারণে ফটো জুম করলেও ফটোটি ফেটে যাবেনা। এইসবের পাশাপাশি ফোনটিতে একটি 10.8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

muu5ss9huzthatpgvspvek

নেটওয়ার্ক কানেকশনের কথা বললে, এতে রয়েছে, 5G, 4G LTE, Wi-Fi 6E, ব্লুটুথ 5.2, GPS, NFC এবং USB Type-C পোর্ট। প্রাইভেসির জন্য রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সংস্থাটির দাবি, ফোনটিতে একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। পাওয়ার সেভার মোডে প্রায় 72 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর