বাংলা হান্ট ডেস্ক : সদ্যই গুগুল ক্রোম (Google Chrome) নিয়ে সতর্কতা জারি করেছিল ভারত সরকার (Government Of India)। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল, ইউজাররা যেন অতি সত্বর গুগল ক্রোম আপডেট করে নেয়। CERT-In এর তরফ থেকে জারি করা সতর্কতা অনুযায়ী, ক্রোম ইউজাররা এমন কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যাতে সংকটে পড়তে পারে তাদের সেনসিটিভ তথ্য। এই ঘটনার পরপরই গুগল তার প্লে স্টোর (Google Play Store) থেকে একাধিক অ্যাপ সরিয়ে নিয়েছে।
জানা যাচ্ছে, গুগল তার প্লে স্টোর থেকে ৪৩টি মোবাইল অ্যাপ সরিয়ে দিয়েছে যাতে ম্যালওয়্যার বা ভাইরাস ছিল। এই অ্যাপগুলি মোট ২.৫ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। গুগল প্লে ডেভেলপার নীতি লঙ্ঘনের অভিযোগও রয়েছে এই অ্যাপগুলির বিরুদ্ধে। ফোনের স্ক্রিন বন্ধ থাকার পরও এই বিজ্ঞাপন দেখিয়ে যাচ্ছিল এই সমস্ত অ্যাপ।
জানিয়ে দিই, ফোনের স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় বিজ্ঞাপন দেখানোর ফলে ব্যাটারি ব্যাকআপ কমে যায়। যারফলে ইউজাররা তো সমস্যায় পড়েই, পাশাপাশি ফোনেরও ক্ষতি হয়। এর সাথে ডেটা লিক (Data Leaked) হওয়ার সম্ভাবনা তো রয়েইছে। বিশেষ করে বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়্যার ইনফেকশন এই ধরনের গুরুতর সমস্যা সামনে আসতে পারে।
আরও পড়ুন : মাত্র ১০ টাকায় স্বপ্ন পূরণ! দিঘা, মন্দারমনি ভুলে এবার ঘুরে আসুন তাজপুর থেকে, মিলবে বড় চমক
যে কারণে গুগল তার প্লে স্টোর থেকে রাতারাতি ৪৩ টি অ্যাপ সরিয়ে ফেলেছে। যারমধ্যে বেশিরভাগ অ্যাপই মিডিয়া স্ট্রিমিং। উদাহরণস্বরূপ, টিভি/ডিএমবি প্লেয়ার, মিউজিক ডাউনলোডার এবং নিউজ এবং ক্যালেন্ডার অ্যাপ। এখানেই শেষ নয়, এই অ্যাপগুলির বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন : এবার ভাগ্য খুলতে চলেছে প্যারা টিচারদের? প্রমোশন নিয়ে বড় খবর এল প্রকাশ্যে
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এসব অ্যাপের সাহায্যে দূরে বসেও ব্যবহারকারীর ফোন নিয়ন্ত্রণ করা যেত। এই অ্যাপগুলি মানুষের গোপন চ্যাট পড়তে এবং স্টোরেজ দেখতেও সক্ষম ছিল। এতে ব্যবহারকারীদের বিজ্ঞপ্তি দেখানোর জন্য অনুমোদন চাইত। এমনকি এই অ্যাপগুলিকে ব্যাঙ্কিং জালিয়াতির জন্যেও ব্যবহার করা যেতে পারে।
এমতাবস্থায় আপনি যদি মনে করেন যে কোনও নির্দিষ্ট অ্যাপের কারণে আপনার ফোনের স্ক্রিন বারবার চালু হচ্ছে, তাহলে সেটিংস চেক করুন। সম্ভব হলে অ্যাপটি আনইনস্টল করে দিন। এছাড়াও ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করুন। এর সুবিধা হবে স্ক্রিন অফ হওয়ার পর ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলবে না এবং আপনার ফোনের ব্যাটারি লাইফও ভালো হবে। এ ছাড়া যেকোনো অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই প্লে স্টোরে তার রিভিউ দেখে নিন।